1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ

কক্সবাজারের খুরুশকূলে  যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

  • পোস্টিং সময় : শনিবার, ১ জুলাই, ২০২৩

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজার সদর উপজেলার খুরুশকূলে কিশোর গ্যাংয়ের সদস্যরা বুদ্ধিপ্রতিবন্ধী এক যুবককে  পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেছে স্বজনরা।

শুক্রবার (৩০ জুন) রাতে খুরুশকূল ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হেফাজ উদ্দিন খুরুশকূল আশ্রয়ণ প্রকল্পের গোলাপ ভবনের ৫০৩ নম্বর ফ্ল্যাটের বাসিন্দা মোহাম্মদ মুফিজের ছেলে।

যুবকের মা রেখা শারমিন বলেন, ‘তার ছেলে হেফাজ উদ্দিন বুদ্ধিপ্রতিবন্ধী। খুরুশকূল আশ্রয়ণ প্রকল্পসহ আশাপাশের এলাকা কেন্দ্রিক ১৫/২০ জন কিশোরের সংঘবদ্ধ একটি অপরাধী দল সক্রিয় রয়েছে।

ওই কিশোর অপরাধীরা তার ছেলেকে প্রায়ই উত্ত্যক্ত করতো। পাশাপাশি হেফাজ উদ্দিনকে দিয়ে তারা মাদক পরিবহন করাত।’

তিনি আরও বলেন, ‘শুক্রবার রাতে তিনি কক্সবাজার শহরের উদ্দেশে রওনা দেন। এ সময় স্থানীয় কয়েকজন তাকে ফোন করে জানায় হেফাজকে আশ্রয়ণ প্রকল্পের বেড়িবাঁধ এলাকায় ১০/১২ জন কিশোর ব্যাপক মারধর করেছে।

পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

আশ্রয়ণ প্রকল্প এলাকার বাসিন্দা আরমান ও জামিনসহ ১০/১২ জন কিশোর মিলে তার ছেলেকে পিটিয়ে হত্যা করেছে। মূলত অপরাধমূলক কাজে জড়িত হতে রাজি না হওয়ায় তাকে নির্যাতন করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঘটনার প্রকৃত কারণ জানার পাশাপাশি জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com
error: Content is protected !!