প্রেস বিজ্ঞপ্তি :
রত্নগর্ভা আয়েশা-গোলাম শরীফ গণগ্রন্থাগারের ৬ষ্ঠ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে কক্সবাজারের চকরিয়া
উপজেলাধীন বদরখালী ইউনিয়নস্থ ভার্চু স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন গণগ্রন্থাগারটির পাঠকক্ষে আজীবন সদস্যদের উপস্থিতিতে তা সফলভাবে সম্পন্ন হয়।
সম্প্রতি সরকারি তালিকাভুক্ত (জাগ্রকে/০৫৬৯) ও অর্থবরাদ্দের মঞ্জুরিপ্রাপ্ত গ্রন্থাগারটির আজীবন সদস্যরা সভায় বিভিন্ন আলোচ্য সূচির উপর আলোচনায় অংশ নেন।
দীর্ঘ আলোচনায় প্রতিষ্ঠানটির উদ্যোগে ২০২৩ সালেও
স্কুল-কলেজ-মাদ্রাসা শিক্ষার্থী শিশু-কিশোর-তরুণীদের মধ্যে বই পাঠ
প্রতিযোগিতা এবং পাশাপাশি মেধা বৃত্তি পরীক্ষা চালু করার সিন্ধান্ত গৃহীত হয়েছে। ১৭ হাজার বইয়ের ধারণক্ষমতা সম্পন্ন গ্রন্থাগারটির সংগ্রহ বৃদ্ধির
সিন্ধান্তও গৃহীত হয়েছে। এছাড়া সাধারণ সভার অধিকাংশ আলোচ্য সূচি সাধারণ
সদস্যদের সর্বসম্মত সিন্ধান্তে পাশ হয়।
রত্নগর্ভা আয়েশা-গোলাম শরীফ গণগ্রন্থাগারের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন কাদের অদুলের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন গ্রন্থাগারের সভাপতি জয়নাল আবেদীন খাঁন। আজীবন সদস্যদের মধ্যে বিভিন্ন আলোচ্য সূচির
উপর বক্তব্য রাখেন জেষ্ঠ্য ব্যাংকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জিএম মুহাম্মদ গিয়াস উদ্দিন কাদের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সেমিনারে কর্মরত গ্রন্থাগারিক মো. আব্দুল মজিদ, গ্রন্থাগারের নির্বাহী
সদস্য মুহাম্মদ রেজাউল করিম, উপকূলীয় আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোছাইন, কবি সাইফুল মোস্তফা প্রমুখ।
Leave a Reply