1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
পার্বত্যাঞ্চলে ১২এপ্রিল থেকে শুরু হচ্ছে বৈশাখী উৎসব চকরিয়া সার্বজনীন কেন্দ্রীয় হরিমন্দির উন্নয়ন ও পরিচালনা কমিটিতে বিএনপি নেতা তরুণ শীল সভাপতি, সাংবাদিক ছোটন কান্তি নাথ সম্পাদক নির্বাচিত বান্দরবান লামায় দুই তামাক চাষিসহ ৯ জন অপহরণ ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মার্চ মাসে রেকর্ড ৩.২৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে বান্দরবান সরকারী উচ্চ বিদ্যালয়ে প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠিত ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে নিতে রাজি মিয়ানমার চকরিয়ায় খুটাখালী কলেজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন-সালাহউদ্দিন আহমেদ ঈদুল ফিতরের দিনে সড়ক দুর্ঘটনায় ঝরলো ৫টি প্রাণ চকরিয়ায় বিদ্যুত স্পৃষ্টে কিশোরের মৃত্যু

আফ্রিকার জঙ্গলে একসাথে ২০ সিংহের পানি পানের বিরল ঘটনা

  • পোস্টিং সময় : শনিবার, ৮ জুলাই, ২০২৩

কক্সবাজার সমাচার ডেস্ক :

কখনো কখনো বন ঘন জঙ্গলে এমন কিছু বিরল দৃশ্য দেখা যায়, যা আমরা কল্পনাও করতে পারি না।

দক্ষিণ আফ্রিকার মালামালা অভয়ারণ্যে এমনই একটি বিরল দৃশ্যের ভিডিও ভাইরাল হয়েছে।

সেখানে স্যান্ড নদীর তীরে ২০টি সিংহের একটি দলকে সারি বেঁধে জড়ো হয়ে পানি পান করতে দেখা গেছে।

এনডিটিভিতে বৃহস্পতিবার এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

দৃশ্যটি পর্যটক নাডাভ ওসেনড্রাইভেরের ক্যামেরায় ধারণ করা হয়েছে। তিনি লেটেস্টসাইটিংস.কম ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা।

হাফপোস্টের খবর বলছে, ২০২০ সালের ১৯ জুলাই  ব্লগে নাডাভ ওসেনড্রাইভের এ ঘটনার কথা বর্ণনা করেন। সে সময়ও এই ভিডিওটি ভাইরাল হয়। তবে ঘটনাটি ঠিক কবে ঘটেছে সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

ওসেনড্রাইভের বলেন, ‘বিখ্যাত মালামালা অভয়ারণ্যে ভ্রমণের শেষ সকাল ছিল এটি। সকালটি খুব ধীরলয়ে শুরু হয়েছিল। আমরা দুর্লভ চিতাবাঘের খোঁজ করছিলাম, তবে এর দেখা মিলছিল না।’ তিনি বলতে থাকেন, ‘আমরা যখন ক্যাম্পে ফিরে আসছিলাম, তখন অপ্রত্যাশিত কিছু জিনিস দেখা গেল।

শুরুতে দেখলাম, স্যান্ড নদীতে হাতিদের একটি পরিবার গোসল করছে। সাফারি পার্কে এ ধরনের দৃশ্য প্রায় দেখা গেলেও হাতিগুলোকে খেলতে দেখে আমরা থেমে গেলাম। যত যা-ই হোক, এটি আমাদের শেষ দিন ছিল, তাই আমরা যতটা পারা যায় উপভোগ করার চেষ্টা করছিলাম।’

এরপর হাতির দলের পেছন থেকে কিছু নড়াচড়ার শব্দ পাওয়া গেল। ওসেনড্রাইভের বলেন, ‘প্রথমে হাতির দলের পেছনে দুটো কান দেখা গেল। আমরা তখন বুঝে গেলাম এটি সিংহ। সিংহটি উঁচু জায়গা থেকে নিচের দিকে নেমে এল এবং আমাদের চোখের সামনে নদীর পানি খাওয়া শুরু করল।

এরপর একে একে ২০টি সিংহের একটি দল সারি বেঁধে পানি পান করা শুরু করল।  সিংহের ক্ষেত্রে এ দৃশ্য খুবই বিরল।

সূত্র:  এনডিটিভি

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com
error: Content is protected !!