কক্সবাজার সমাচার ডেস্ক :
জামালপুরের স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল বলেছেন, ভাই রে, তিন টার্ম ক্ষমতায় আছেন বুদ্ধির কারণেই। সাড়ে ১৪ বছর ক্ষমতায় বুদ্ধি খাঁটিয়ের আছি। এখন সব বুদ্ধি শেষ। এখন বুদ্ধি একটাই, জনগণের কাছে যেতে হবে। হাত-পা ধরতে হবে নৌকায় ভোটা চাইতে হবে। গ্রামে গ্রামে গিয়ে মা-বোনদের বোঝাতে হবে।
গত রোববার জামালপুরের ইসলামপুরে ফরিদুল হক খান দুলাল অডিটরিয়ামে কালবৈশাখী ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অতীতের নির্বাচন আর আগামী জাতীয় সংসদ নির্বাচন এক নয়। আগামী নির্বাচন হবে অত্যন্ত কঠিন। তাই নিজেদের জীবন বাঁচাতেই নৌকায় ভোট নিতে হবে। আর জনগণকে যদি ঠিক না করতে পারেন, তাহলে ভোটের আশা করে লাভ হবে না। জনগণের ভোট নিয়ে ওরা (বিএনপি) ক্ষমতায় যাবে।
আওয়ামী লীগ নেতা-কর্মীদের উদ্দেশে ফরিদুল হক খান দুলাল বলেন, আপনাদের মনে আছে? বিএনপি-জামায়াত জোট ২০০১ সালে ক্ষমতায় এসে বোমা ও গ্রেনেড মেরে বড় বড় নেতাদের মেরেছে। তারা দেখেছে বড় নেতাদের মেরে কোনো লাভ নেই। তাই তারা এইবার ভেবেছে ছোট ছোট নেতাদের মারতে হবে। তবুও দেশের মানুষ ২০০৮ সালে এক হয়ে আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় এনেছে।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়তো স্বল্প সময়ের জন্য একটি ছোট্ট সরকার গঠন করবেন। ওই সরকারে আমাকে রাখতে পারে। তাই নির্বাচনের সময় আমি খুব একটা আপনাদের কাছে আসতে পারব না। আপনাদের এক হয়ে কাজ করতে হবে। নৌকার পক্ষে নির্বাচনী প্রচারণা চালাতে হবে। সূত্র : দৈনিক ইনকিলাব (১১.৭.২৩)
Leave a Reply