1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ

ব্রিকস জোটঃ বাংলাদেশের আবেদনে সম্মতি ব্রাজিলের

  • পোস্টিং সময় : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

আমার কক্সবাজার ডেস্ক:

ব্রিকস জোটে অন্তর্ভূক্তির জন্য বাংলাদেশ, আর্জেন্টিনাসহ অন্যান্য দেশের আবেদনে ইতিবাচক সম্মতি দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। সিদ্ধান্ত আসতে পারে এমাসের ২২ তারিখ থেকে শুরু হওয়া দুই দিনের সম্মেলনে।

ব্রিকস জোটে নতুন সদস্য অন্তর্ভুক্তিতে ব্রাজিলের প্রেসিডেন্টের আপত্তি আছে এমন গুঞ্জনের জেরে এই প্রতিক্রিয়া এলো।

লুলা বলেন, জোটের শর্ত ও নীতিমালায় একমত পোষণ করা যে কোনো দেশ ব্রিকসে যুক্ত হতে পারে। এক্ষেত্রে তার কোনো আপত্তি নেই।

ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, নতুন সদস্য নেয়ার বিষয়ে নয়, আপত্তি তুলেছেন জোটের সদস্যদের মধ্যে ব্যবসা-বাণিজ্যে ডলারের ব্যবহার নিয়ে। তার যুক্তি হচ্ছে, আর্জেন্টিনা বা চীনের সাথে বাণিজ্যের ক্ষেত্রে ব্রাজিল কেনো নিজস্ব মুদ্রার পরিবর্তে ডলার ব্যবহার করবে? বাংলাদেশ, আর্জেন্টিনা, সৌদি আরব, ইন্দোনেশিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত, ভেনিজুয়েলাসহ ২০টিরও বেশি দেশ ব্রিকস জোটে অন্তর্ভূক্তির আবেদন জানিয়েছে। এবিষয়ে আলোচনা হবে ২২ আগস্ট দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে আয়োজিত জোটের শীর্ষ সম্মেলনে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com
error: Content is protected !!