জিয়াউদ্দিন ফারুক :
কক্সবাজারের চকরিয়ায় উপজেলার লক্ষ্যারচর পয়েন্টে মাতামুহুরী নদীতে বন্যার পানিতে লাকড়ি ধরতে গিয়ে নিখোঁজের তিনদিন পর শাহ আলমের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের স্থান থেকে উদ্ধার হওয়া জায়গার দূরত্ব প্রায় ১৮ কিলোমিটার। এমনকি অবিশ্বাস্যভাবে নদীর যে ঘোরপথে লাশ খুটাখালী পর্যন্ত গিয়েছে তার দূরত্ব আরো বেশি।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে খুটাখালীর সীমান্তবর্তী মহেশখালী নদীর চরে স্থানীয় লোকজন লাশ দেখতে পয়ে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
গত সোমবার লক্ষ্যারচর ইউনিয়নের হাজিপাড়া এলাকায় মাতামুহুরী পয়েন্টে বন্যার পানিতে লাকড়ি ধরতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয় শাহ আলম (৩৫)। শাহ আলম ওই এলাকার জাকের হোসেনের ছেলে।
এদিকে বুধবার সকালে পূর্ব বড় ভেওলা ইউনিয়নের রওশন আলী পাড়ার রেল লাইনের কালভার্ট থেকে বন্যার পানিতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া শিশু মো. আসিফের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ডুবুরী দল ওই এলাকা থেকে তার লাশ উদ্ধার করে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাহমুদ বলেন, খুটাখালী থেকে উদ্ধার হওয়া লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ##
Leave a Reply