1. coxsbazarshomachar@gmail.com : admin :

প্রধানমন্ত্রীর বক্তব্যে বেকায়দায় হেভিওয়েট প্রার্থীরা!

  • পোস্টিং সময় : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪

আসন্ন উপজেলা নির্বাচন নিয়ে কক্সবাজারের রামু উপজেলা আওয়ামীলীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল ও উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর দুজনেই কঠিন সিদ্ধান্তহীনতায় পড়েছেন এমনটাই দাবি করছেন রাজনীতিবিদরা। হঠাৎ দলীয় সভাপতি ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার এক বক্তব্যে তোলপাড় শুরু হয়েছে। তিনি বক্তব্যে বলেন, এমপি মন্ত্রীদের ভাই সহ নিকট আত্মীয় স্বজন নির্বাচন করতে পারবে না। এমন নির্দেশনার পরে এই দুই হেভিওয়েট প্রার্থী নির্বাচন থেকে ছিটকে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে বলে গুণজন শুরু হয়েছে।

সম্প্রতী উপজেলা পরিষদ নির্বাচন স্থানীয় এমপি-মন্ত্রীদের প্রভাবমুক্ত রাখতে কঠোর নির্দেশনা দিয়েছেন আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা যেন নির্বাচনে প্রভাব সৃষ্টির মাধ্যমে মাইম্যান তৈরি করতে না পারেন, একইসঙ্গে এমপি মন্ত্রীদের নিকটাত্মীয় ও পরিবারের সদস্যরা প্রার্থী হতে না পারেন সে বিষয়েও নির্দেশনা দিয়েছেন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের জানান, উপজেলা নির্বাচনে সারা দেশের জন্য একটাই নির্দেশনা। নির্দেশ সবার জন্যই সমান। ওবায়দুল কাদের আরো জানান, এরি মধ্যে কেন্দ্রীয় দপ্তর থেকে উপজেলা নির্বাচনে নির্বাচন করতে চাওয়া এমপি মন্ত্রীদের স্বজনদের তালিকা প্রস্তুত করছে আওয়ামীলীগ। এসব নির্দেশনা উপেক্ষিত হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতাপূর্ণ করতে এমন সরাসরি দলিয় প্রধান শেখ হাসিনার নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোহেল সরওয়ার কাজল কিছুদিন আগে জাতীয় নির্বাচনে অংশ গ্রহন করতে উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদ ত্যাগ করেছিলেন। দলের মনোনয়ন না পাওয়ায় তিনি নির্বাচন করেননি। সোহেল সরওয়ার কাজল কক্সবাজার সদর – রামু আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমলের আপন বড় ভাই। দলীয় সিদ্ধান্ত অনুসারে তিনি উপজেলা নির্বাচন করতে পারবেননা। সোহেল সরওয়ার কাজল দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করলে তিনি উপজেলা আওয়ামীলীগের পদ হারাতে পারেন বলেও ধারনা করা হচ্ছে। এই মুহূর্তে দলের পদ ধরে রাখবেন নাকি উপজেলা নির্বাচন করবেন সেটি এখন বড় চ্যালেন্জ হয়ে দাড়িয়েছে রামু উপজেলার ২ বারের নির্বাচিত এই চেয়ারম্যানের।

একই অবস্থা কক্সবাজার ৪ আসনের আওয়ামীলীগের সংসদ সদস্য শাহিন আক্তারের ছোট ভাই উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর। উপজেলা নির্বাচন করার জন্য গত কয়েকমাস ধরে তিনি উপজেলা নির্বাচনের জন্য প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন। হঠাৎ দলিয় প্রধানের সিদ্ধান্তে উখিয়া উপজেলার প্রভাবশালী পরিবারের এই সদস্য উপজেলা নির্বাচন নিয়ে দ্বিধাদ্বন্দে পড়ে গেছেন বলে জানান উখিয়া উপজেলা আওয়ামীলীগের কয়েকজন নেতাকর্মী।
দুজনেই উপজেলা আওয়ামীলীগের সভাপতি পদে আছেন, তাই দলের হাই কমান্ডের সিদ্ধান্ত মেনে শেষ পর্যন্ত এই দুইজন উপজেলা নির্বাচন থেকে সরে দাড়াতে পারেন এমনটা ইঙ্গিত করেছেন জেলা আওয়ামীলীগের শীর্ষ নেতৃবৃন্ধ।

এব্যাপারে জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রেজাউল করিম বলেন, বিষয়টি দলীয় সিদ্ধান্তের উপর নির্ভর করছে। এখানো মন্তব্য করার মত সময় আসেনি। সূত্রঃ সেুতটিভি২৪

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com
error: Content is protected !!