1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ

অনিয়য়ের অভিযোগে চকরিয়ায় ১০ জন দলিল লেখকের সনদ বাতিল

  • পোস্টিং সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :
নানা অনিয়ম ধরা পড়ায় চকরিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ে কর্মরত ১০ জন দলিল লেখকের সনদ বাতিল করা হয়েছে।

বুধবার (৩ জুলাই) চকরিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ে এ সংক্রান্ত আদেশটি টাঙানো হয়েছে এবং জেলা সাব-রেজিস্টার কার্যালয়ে অনুলিপি পাঠানো হয়েছে। সন্ধ্যায় সংশ্লিষ্টদের মাঝে এ ঘটনা জানাজানি হয়।

জানা যায়, দলিল লেখক বিধিমালা অনুসারে আইনসংগত আদেশ অমান্য করে গুরুতর পেশাগত অসদাচরণের দায়ে দোষী সাব্যস্ত করে এসব দলিল লেখকের সনদ বাতিল করা হয়। এছাড়াও সনদ বাতিল করা দলিল লেখকদের অফিস আঙ্গিনায় প্রবেশাধিকারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

চকরিয়া সাব-রেজিস্ট্রার (অ.দা) আব্দুল্লাহ আল মামুন এই লিখিত আদেশে উল্লেখ করেছেন, ২০০৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে দলিল লেখকের সনদ পাওয়া এসব দলিল লেখকের সনদ বাতিল করা হয়েছে।

সনদ বাতিল করা দলিল লেখকরা হলেন- শওকত ওসমান, এম জসিম উদ্দিন, মৌ. জাকের উল্লাহ, মামুনুর রশিদ, মুজিবুল হক, আব্দুল হামিদ, ফজলেহ উদ্দিন, বোরহান উদ্দিন, মো. আমিনুর রহমান ও আহমেদ আলী।

ভুক্তভোগীদের অভিমত, সনদ বাতিল হওয়া কয়েকজন নানা অনিয়মের মাধ্যমে লাখ লাখ টাকার মালিক বনে গেছেন। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা আরো আগেই নেওয়া দরকার ছিল।

নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, জেলার সব সাব-রেজিস্ট্রার অফিস কেন্দ্রিক দায়িত্বরত সনদপ্রাপ্ত দলিল লিখকদের সম্প্রতি এসএসসির সনদ চেয়ে আদেশ দেয়া হয়। কিন্তু সেই আদেশ মতে, অনেকে কোন জবাব দেননি। আবার কেউ কেউ এসএসসির সার্টিফিকেট দিলেও তা তদন্তে নকল প্রমাণিত হয়। তাই জবাব না দেয়া ও নকল সার্টিফিকেট প্রদান করা দলিল লেখকদের সনদ বাতিল করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com
error: Content is protected !!