জিয়াউল হক জিয়া :
“ইকো লাইফ প্রকল্প”নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট (নেকম) এর উদ্যোগে আয়োজিত পুরুষ চ্যাম্পিয়নদের জেন্ডার ভিত্তিক সহিংসতা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ বা কর্মশালা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নস্হ মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যান অফিসে কর্মশালাটি শেষ হয়।
প্রশিক্ষক হিসাবে বক্তব্য রাখেন-নেকম এর চকরিয়া উপজেলার সাইট অফিসার”সিরাজুম মনির ও ক্যাপাসিটি বিল্ডিং,গর্ভানেল এন্ড পিএসই ম্যানেজার (নেকম) আফরোজা খাতুন।
তারা উপস্হাপন করেন-উপস্হিত সকলের পরিচিতি এবং সামগ্রিক ধারণা,জেন্ডার সম্পর্কে ধারণা,জেন্ডার এবং নেতৃত্ব ও মেইল চ্যাম্পিয়নদের বৈশিষ্ট্য ও ভূমিকা,জেন্ডার বেজড নির্যাতন,প্রচলিত জেন্ডার ভূমিকার পরিবর্তনের গুরুত্ব,সমতা,সাম্য এবং জেন্ডার মূলধারাকরণ,সামাজিক করণ প্রক্রিয়া,জেন্ডার সংবেদনশীল পরিকল্পনা,প্রকৃতিক সম্পদ ব্যবস্হাপনার মূল স্রোতধারায় ও জলবায়ু পরিবর্তনে জেন্ডার, নারীর মানবাধিকার রক্ষায় সহায়ক রাষ্ট্রীয় আইনানুগ সমূহ সম্পেকে ধারণা ও সিডও সনদ ও মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল বা এমডিজি করা।
এসময় ফুলছড়ি ও ফাঁসিয়াখালী রেঞ্জাধিন সিএমসি,সিপিজি নেকমের সদ্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply