জিয়াউল হক জিয়াঃ
টানা ভারীবর্ষণে উজান থেকে আসা ঢলের পানিতে বিলিন হয়ে সড়কের ভগ্নদশা সৃষ্টি সহ যানচলাচল বন্ধ হয়ে পড়েছে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের বিভিন্ন গ্রামীণ সড়ক।
সরেজমিনে দেখা যায়, খুটাখালী বাজার থেকে হাফেজখানা হয়ে হাজীপাড়া-শান্তিবাজার,ইসলাম বাজার ও নতুন বাজার সড়কটির উত্তর পাড়াস্হ খুটাখালী খালের লাগোয়া কার্পেটিং সড়ক উজান থেকে আসা ঢলের পানিতে সড়কের দ্বিতীয়াংশ তলিয়ে যানচলাচল বন্ধ হয়ে গেছে।এছাড়াও বাক্কুমের ব্রীজের ঢালাই উঠে গিয়ে বড়-বড় ফুটো হয়।
তাছাড়া শান্তিবাজার থেকে হেতালিয়াপাড়া,তলিয়াঘোনার যাতায়াত সড়কটি আমানের বাড়ী সংলগ্ন জায়গাতে ভেঙ্গে ঘরের ছাউনিতে পড়ে,সেখানেও হাঁটাচলা র্দূবিস হয়ে পড়ে।বিশেষ করে খুটাখালী বাজারের মহাসড়কস্হ ব্রীজের পাশ দিয়ে হাজীপাড়া,শান্তি বাজার সড়কটি বেহাল অবস্থা।
তেমনিভাবে খুটাখালী বাজার থেকে উত্তর ফুলছড়ি হয়ে লালগোলা বাণিজ্য সড়কটিও ভেঙ্গে যানচলাচল সহ হাঁটাচলা চরম র্দূভোগে পরিণত হয়েছে।
খুটাখালী বাজার থেকে পূর্বপাড়া হয়ে পিয়াইজ্যাকাটা-হরিখোলা সড়কের গ্রামীণ টাওয়ার সামনে খালের ঢলের পানিতে ভেঙ্গে গেছে।একই সড়কের মাওলানা আবুল ফজল হুজুরের বাড়ীর সামনে খালের লাগোয়া সড়কটি পানিতে তলিয়ে গিয়ে যানচলাচল বন্ধ সহ হাঁটাচলাও মুসকিল হয়ে পড়েছে।ফলে সবক’টি দিয়ে স্কুল,মাদ্রাসা,কলেজে পড়ুয়া শিক্ষার্থী,প্রসূতি,বয়োবৃদ্ধসহ সাধারণ পথচারী ও ত্রি-হুইলার যানচলাচলে সীমাহীন দূর্ভোগ সৃষ্টি হয়। এছাড়াও ছোট-বড় প্রত্যক সড়কে খানা-খন্দক সৃষ্টি হয়েছে।
এবিষয়ে খুটাখালীর চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান বলেন-অতিভারী বৃষ্টির ফলে জনবহুল সড়কগুলো ভেঙ্গে গেছে।এই কারণে যানচলাচল বন্ধ সহ হাঁটাচলায় চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। তাই আমি ছোট ত্রি-হুইলার যানচলাচলসহ হাঁটাচলা স্বাভাবিক রাখতে আপদকালীন হলেও সড়ক মেরামতের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি। ভারীবর্ষণ শেষ হলে দ্রুত মেরামতের কাজ চলবে বলে জানান তিনি।
Leave a Reply