নিজস্ব প্রতিবেদকঃ
সাংবাদিকদের প্রাণ প্রিয় সংগঠন লামা সাংবাদিক ইউনিটির উদ্যােগে সার্বিক বিষয় নিয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সোমবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় একটি রেস্টুরেন্টে লামা সাংবাদিক ইউনিটির প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি মোঃ নাজমুল হুদার (দৈনিক সোনালী কন্ঠ, মাতামুহুরী পত্রিকা) সভাপতিত্বে এতে অংশ নেন বর্ণিত কমিটির সহ সভাপতি মোঃ জমির উদ্দীন (দৈনিক বাংলাদেশ সমাচার) অর্থ সম্পাদক সনজিত রক্ষিত (দৈনিক সময়ের কণ্ঠ) ,দপ্তর সম্পাদক আব্দুল বারেক (সাপ্তাহিক ইংগিত) প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রফিকুল ইসলাম লিটন (দৈনিক গণমানুষের আওয়াজ) সি.কার্যকরী সদস্য মোঃ মিজানুর রহমান রুবেল (অগ্রযাত্রা পত্রিকা), মানিক বড়ুয়া (দৈনিক মাতৃভূমির খবর) মোঃ ইলিয়াজ পারভেজ (মাতামুহুরীনিউজ২৪. লাইভ), মানবাধিকার কর্মী ও সাংবাদিক মেহেরাজ উদ্দীন মিন্টু প্রমূখ।
এতে সভার মতামতের ভিত্তিতে কিছু লিখিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়। সেক্ষেত্রে সাধারণ সম্পাদক চৌধুরী মোঃ সুমন স্বেচ্ছায় পদত্যাগ এর প্রেক্ষিতে নতুন সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হিসেবে মোঃ মিজানুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়। দুই (২) জন সদস্য সংগঠন বিরোধী কার্যকলাপের অপরাধে কমিটি থেকে সকল প্রকার সদস্য পদ বাতিল ও একজনের সদস্য পদ স্থগিত করা হয়েছে। পাশাপাশি দুইজন সদস্য নতুনভাবে অন্তর্ভুক্ত করা হয়।
প্রসংগত,গত ১৪.১১.২০২৩ ইং,এ লামা সাংবাদিক ইউনিটির দ্বিবার্ষিক নির্বাচনে ১২ (বার) সদস্য বিশিষ্ট কমিটির গঠন করা হয়েছিল। সে সময় হতে এখনও কমিটির সার্বিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
এ বিষয়ে লামা সাংবাদিক ইউনিটির সভাপতি মোঃ নাজমুল হুদা জানান, দেশ ও জাতির কল্যাণে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে ২০১৮ সালে কিছু উচ্চ শিক্ষিত তরুণ ও প্রবীণ এর সমন্বয়ে প্রতিষ্ঠা হয়ে সংগঠনটি এখন চলমান। পাশাপাশি এ সংগঠন নাম ভাঙ্গিয়ে কে বা কারা কোন অপকর্ম করলে এর দায়ভার আমরা নিব না। এতে ভাল কাজে সভার সহায়তা কামনা করছি।
Leave a Reply