নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
গত রাতে একটি কূটনৈতিক সূত্র ডেইলি স্টারকে জানায়, ‘আমাদের প্রধান উপদেষ্টা ২৪ সেপ্টেম্বর বিকেলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ কারবেন।’
সূত্রটি জানায়, অধ্যাপক ইউনূস ২৩ সেপ্টেম্বর রাতে নিউইয়র্কে পৌঁছাবেন এবং পরের দিন বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন।
নিউইয়র্কের ওই সূত্রটি বলেছে, এটি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাষ্ট্র সরকারের সমর্থনের প্রতিফলন।
অন্য একটি সূত্র জানায়, মার্কিন প্রেসিডেন্ট সাধারণত স্বল্প সময়ের জন্য জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্কে যান এবং কোনো দ্বিপাক্ষিক বৈঠক করেন না। সেখানে ইউনূসের সঙ্গে তার দেখা হওয়ার বিষয়টি তাৎপর্যপূর্ণ। নিউইয়র্কে এর আগে কখনোই বাংলাদেশের সরকারপ্রধানের সঙ্গে কোনো মার্কিন প্রেসিডেন্ট দ্বিপাক্ষিক বৈঠক করেননি।
Leave a Reply