1. coxsbazarshomachar@gmail.com : admin :

অননুমোদিত কেমিক্যাল দ্রব্য ব্যবহার করে নষ্ট-পচা সুপারি পরিস্কার করে বাজারজাত

  • পোস্টিং সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

মাসুদ পারভেজ:

চট্টগ্রাম নগরীতে অননুমোদিত কেমিক্যাল দ্রব্য ব্যবহার করে নষ্ট-পচা সুপারি পরিস্কার করে বাজারজাত করার অভিযোগ একটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা এবং পণ্যে মেয়াদ না লিখায় আরেকটি বেকারি দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তাধিকার।

বুধবার (২৫ সেপ্টেম্বর) নগরীর চাক্তাই বাজার এলাকায় অভিযান পরিচালনা করে অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও চট্টগ্রাম জেলা কার্যালয়। উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তাধিকার চট্টগ্রামের সহকারী পরিচালক নাসরিন আক্তার। সাথে ছিলেন সহকারী পরিচালক মোঃ আনিছুর রহমান ও রানা দেব নাথ। ব্যবসায়ীদের জরিমানা পাশাপাশি সতর্ক করেন তারা।

অভিযানে চাক্তাই বাজারের অননুমোদিত কেমিক্যাল দ্রব্য ব্যবহার করে নষ্ট-পচা সুপারি পরিস্কার করে বাজারজাত করার প্রমাণ মেলে।

এ কারণে মেসার্স সালাম স্টোর নামক পাইকারী প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অপরিচ্ছন্নতা, পণ্যের মূল্য-মেয়াদ না লেখায় অভিযোগে মিস্টিফুল নামক একটি বেকারির দোকানকে ৫ হাজার টাকাসহ দুইটি প্রতিষ্ঠানকে ১ লাখ পঞ্চান্ন হাজার টাকা জরিমানা করার পাশাপাশি সতর্ক করা হয়।

ভোক্তাধিকার চট্টগ্রামে সহকারী পরিচালক নাসরিন আক্তার জানান, চাক্তাই বাজারে তদারকিকালে অননুমোদিত কেমিক্যাল দ্রব্য ব্যবহার করার কারণে একটি সুপারি বিক্রি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা এবং অপরিচ্ছন্নতা, পণ্যের মূল্য-মেয়াদ না লেখায় অভিযোগে একটি বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করার তাদের সতর্কও করা হয়। জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com
error: Content is protected !!