জিয়াউল হক জিয়া :
বান্দরবান পার্বত্য সদর উপজেলার টংকাবতী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ব্রিকফিল্ড নামক এলাকা থেকে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের দক্ষিণ মেদাকচ্ছপিয়া এলাকার মৃত লোকমান হাকিমের চতুর্থ ছেলে সরওয়ার আলম।
গত ২ অক্টোবর (বুধবার) সকাল সাড়ে ৭টার সময় কাঠুরি (দিনমজুর) কাজে যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায়।
পরে তার কোন সন্ধান না পেয়ে নিখোঁজের স্ত্রী মমতাজ বেগম বাদীনি হয়ে সংশ্লিষ্ট থানায় নিখোঁজের জন্য একখানা সাধারণ ডায়েরি করেন,ডায়েরি নং-১৫৮/২৪ইং।
নিখোঁজ স্বামী সরওয়ারকে ফিরে পেতে বান্দরবান জেলার,দায়িত্বরত সেনাবাহিনী,বিজিবি,Rab.পুলিশসহ সকল গোয়েন্দা বাহিনীর সদয় দৃষ্টি কামনা সহ উদ্ধার করার জন্য জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
উদ্ধার কিংবা সন্ধান পেলে নিম্নে নাম্বারে যোগাযোগ করার বিনীত অনুরোধ করেছেন।
যোগাযোগ-বাদীনির ফোন নং-০১৮৬৪-৫৮৪৪২৩
Leave a Reply