প্রতিনিধি, লামা থেকে :
লামা উপজেলার সরই ইউনিয়নের কোয়ান্টাম পাড়া (৭ নং ওয়ার্ড) এলাকায় অপরিকল্পিতভাবে কতিপয় ব্যক্তি মাটি ভরাট করায় পানি চলাচলের কয়েকটি সরকারি কালভার্ট অকার্যকর হয়ে পড়েছে। ফলে জলাবদ্ধতার শিকার হয়ে কয়েকটি পরিবার অপূরণীয় ক্ষতির সম্মুখীন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিন ও অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৮ অক্টাবর) লামা উপজেলার সরই কোয়ান্টাম পাড়া এলাকার মৃত ফজল আলীর ছেলে আনোয়ার হোসেন (৪৫) সাংবাদিকদের জানান, ৩০৩ নং ডলুছড়ি মৌজার সরই ইউনিয়নের বাসুরি পাড়া এলাকায় আর/১১১২ ও আর ৯৭৭ হোল্ডিং এর জায়গায় বসতঘর নির্মাণ পূর্বক ১৯৯১ সাল হতে বসবাস করে আসছেন তাদের পরিবার। বাসুরি পাড়ার পাকা রাস্তা হতে অনুমানিক ৩০০ ফুট দুরত্বে মাটির তৈরি ৩টি বসতঘর ও একটি রাবার স্মক ঘর রয়েছে। সেক্ষেত্রে কোয়ানটাম পাড়া রাস্তা দিয়ে বিগত ৩৫ বছর ধরে এলাকাবাসী যাতায়াত করে আসছিলেন।
গত ৩/৪ বছর আগে কতিপয় ব্যক্তি তাদের বাড়ির দক্ষিণ পাশের ১ম শ্রেনীর নিছু জায়গা অন্যের নিকট হতে ক্রয় করিয়া রাতের অন্ধকারে ডাম্পার ট্রাক দিয়ে মাটি ভরাট করে দেন। মাটি ভরাট করার সময় তিনটি সরকারি কালভার্ট ও একটি চলাচলের রাস্তা বন্ধ করার ফলে পাহাড়ি ঢলের পানি স্বাভাবিক গতিপথ হারিয়ে ফেলে। ফলে পানি নিস্কাশন ব্যবস্থা ব্যাহত হচ্ছে। তাদের ইচ্ছামত তৈরি ছোট্ট ড্রেন দিয়ে ঢলের পানি যথাযথভাবে প্রবাহিত হতে পারে না। ভারী বর্ষণের সময় পাহাড়ি ঢলের পানি জলবদ্ধতা সৃষ্টি হয়ে বসতবাটিতে ঢুকে পড়ে।
সম্প্রতিকালে পানি ঢুকে মাটির দেয়াল ফেটে গেছে। যা যে কোন সময় বড় অনাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে পারে। এতে করে আমি পরিবারের ছোট্ট ছেলে ও প্রতিবন্ধী ছেলে নিয়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছি। গত ৩ তিন বছর ধরে এ সমস্যায় দিনাদিপাত করছি। এছাড়াও পানি তলিয়ে যাওয়ার কারনে আমার প্রায় দেড় কানি জমির ফসল নষ্ট হয়ে যায়।
এর ফলে পানির স্বাভাবিক চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ফসলী মাঠ ও আশেপাশের বাড়িঘরে পানি প্রবেশ করে বন্যার সৃষ্টি হয়।
স্থানীয় প্রতিবেশি রিফাতুল ইসলাম হৃদয় জানান, এখানে ভারী বৃষ্টি হলে পানিগুলো জমে জলবদ্ধতা হয়। এবং বন্যার পানি বসত বাড়িতে ঢুকে পড়ে মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্থ হচ্ছে।
অভিযুক্তদের মধ্যে মাসুদ পারভেজ বলেন, এটিতো পুরাতন বিষয়। সেখানে অতি ভারী বর্ষণে বন্যা সৃষ্টি হয়৷ এতে আমাদের কিছুই করার নেই।
এ বিষয়ে স্থানীয় সরই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইদ্রিস কোং জানান, পানি নিস্কাশন ব্যাহত হওয়ায় বাড়িটি ক্ষতিগ্রস্থ হচ্ছে।
Leave a Reply