1. coxsbazarshomachar@gmail.com : admin :

সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ লামা সাংবাদিক ইউনিটির

  • পোস্টিং সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ

জাতীয় দৈনিক সোনালী কন্ঠ, মাতামুহুরী পত্রিকা লামা উপজেলার জ্যেষ্ঠ প্রতিবেদক মোঃ নাজমুল হুদার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন লামা সাংবাদিক ইউনিটি পরিবার । একই সঙ্গে অপপ্রচারে নেপথ্যে কতিপয় ব্যক্তির সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সব মিথ্যা পোষ্ট দৃষ্টিগোচর এর বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়া ও প্রকৃত ভাল সাংবাদিকতার কাজে সহায়তায় আহ্বান জানানো হয়। শনিবার (১৯ অক্টোবর) সংগঠনের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি মোঃ নাজমুল হুদা ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নিজানুর রহমান রুবেল এর পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়,মাঝে মধ্যে দুই একজন কতিপয় ব্যক্তি যারা লামা সাংবাদিক ইউনিটর নাম ও লগো ব্যবহার তাদের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য সুজন চৌধুরীকে হঠাৎ সভাপতি বলে অপপ্রচার ও মিথ্যাচার করছে। সেখানে প্রকৃত কথা হচ্ছে সে কখনও সংগঠন সদস্যও ছিল না। সে প্রকৃত সংবাদ কর্মী কি না আমাদের জানা নেই।

এদিকে নিয়মশৃঙ্খলা অনুসারে কাগজে কলমে সংগঠন পরিচালিত হচ্ছে।আমরা সংগঠনের সকল সদস্যবৃন্দ একতা ও ঐক্যবদ্ধ রয়েছি। পেশাদার সাংবাদিকদের নিয়ে এ ধরনের অনৈতিক, অবৈধ ও মানহানিকর অপপ্রচার কোনোভাবেই কাম্য নয়। আরও লামা সাংবাদিক ইউনিটির নাম ব্যবহার করে কেউ /কারা অপকর্মে করলে আমরা এর দায়ভার নিব না। পাশাপাশি এ ধরনের অপপ্রচার ও বিভ্রান্তকর পোস্ট না দেওয়ার জন্য অনুরোধ করছি আমরা।

বিবৃতিতে আরও বলা হয়, দেশ ও জাতির দায়বদ্ধতার জায়গা থেকে কিছু উচ্চ শিক্ষিত তরুণ ও প্রবীণ এর সমন্বয়ে ২০১৮ সালে লামা সাংবাদিক ইউনিটি প্রতিষ্ঠা লাভ করে এখনও তা রাষ্ট্রের জন্য কল্যাণে কাজ করে যাচ্ছে। রাষ্ট্রের উচিত সাংবাদিকদের মুক্তভাবে কাজ করতে দেওয়ার মাধ্যমে জবাবদিহি নিশ্চিত করা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com
error: Content is protected !!