1. coxsbazarshomachar@gmail.com : admin :

খুটাখালীতে ভিজিএফ চাউল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ

  • পোস্টিং সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

জিয়াউল হক জিয়া :

চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নে খাদ্যবান্ধব চাউল (ভিজিএফ) পাচ্ছেন,মৃত,প্রবাসী,ব্যবসায়ী,কাজী,মুক্তিযোদ্ধা পরিবারের সকলই সহ জনপ্রতিনিধির আত্মীয়-স্বজন সহ এলাকার অসংখ্য স্বাবলম্বী ব্যক্তিরা।

অফিস তালিকা পর্যালোচনায় দেখা যায়,অসংখ্য স্বাবলম্বী ব্যক্তি,প্রবাসী,মৃত,কাজী,ব্যবসায়ী,মাস্টার,,মুক্তিযোদ্ধা বজল আহমেদ পরিবারের সকল সদস্য সহ জনপ্রতিনিধি চেয়ারম্যান,মেম্বারের আত্মীয় স্বজন ভরপুর খাদ্য বান্ধব তালিকা ভিজিএফ। ওই তালিকায় ইজিপিপি+তালিকা সহ সরকারি বিভিন্ন উপকারভোগীরা এই তালিকাতে নাম রয়েছে। প্রাথমিকভাবে তালিকাটিতে থাকা নিন্মে কার্ড নং-দেওয়া হলো, তা হলো কার্ড নং-২৩৭-৩৩৯-৭৩৯-৩৫৮-৩৬৭-৭৮১-৮১০ ব্যক্তিরা মৃত।তবুও তাদের নামে চাউল বিতরণ হচ্ছে,নিচ্ছেন কারা?৩৫৩-৩৩১-৩৩০-৩৬৯-৩৪৪-৩৬৪-৩২৮-৪৭৬-১১১ কার্ড নং ব্যক্তিরা প্রবাসী ও প্রবাসী ছেলের অভিভাবক হয়। ৪৫৩-২৩১ কার্ড নং ব্যক্তিরা ইউনিয়নের কাজী ও ধনী ব্যক্তি হয়।২৫১-৮৯২ কার্ড নং ব্যক্তিরা স্কুল,মাদ্রাসার শিক্ষক হয়। ৩১৩-২৩৭-৩৬৬-১০১৮-৩১৪-২৯১-৩০৫-৯৯১ কার্ড নং ব্যক্তিরা ইজিপিপি+কর্মসূচিতে রয়েছে।তারা চাউল পায় কি করে?এখানে মুক্তিযোদ্ধা বজল মুক্তিযোদ্ধা ভাতা,খাদ্যবান্ধব চাউল,ইজিপিপি+ সুবিধাও কিভাবে নিলেন?তার পরিবারের দুই ছেলে,এক কন্যা,স্ত্রী ও ছেলের বউদের নামে রয়েছে ইজিপিপি+ কর্মসূচি সহ খাদ্যবান্ধব সহ সরকারি বিভিন্ন উপকারভোগীতে নাম।

ব্যবসায়ী ও স্বাবলম্বীদের মধ্যে রয়েছে ৬২৩-৭৭১-৩৬৮-১০৮৭-৯৯৫-৩৩৩-৭৬৮-৭৫৬-২৩৭-৪৭৩-২৯৪-৩০৮-৮২৬-২৩৫-২৯৫-১৩৬-১২৩-২০৬-৩৬২-৬৭২-৯৫৮-৭৯২-৩৪৮-৩৫১-২০৩-১৭৯-৯০৫-১০২০-৩৭১-৫৫৮-১২০-৯৪০-২৫০-৮৬৮-৯২১-৩৬৮-৬৪৮-৩২১-৯৯৫-৪৫৯-৬৯২-৯০৫-৯০৮-৮৯৩-১০৫১-৩৪০-৮৫৬-৮৮২ নং কার্ডধারী ব্যক্তিরা।যাদের বর্তমান অবস্থা ভালো।

এছাড়াও ৩৩২-২৬৯-৩৫৭-৩৭০-২৪১-২৪৬-২৬৯-১৮১-৪৩৬-৩৫০-২৫২ নং কার্ডধারি ব্যক্তিরা চেয়ারম্যান,মেম্বারের ভাই ও রক্তের সম্পর্কের স্বাবলম্বী আত্মীয় স্বজন হয়। তারাও প্রতিমাসে নিচ্ছেন চাউল। তাছাড়াও ৪নং ওয়ার্ডের বাক্কুমপাড়ার মৃত আলী আকবরের ছেলে স্বাবলম্বী শফিউল আলম চাউল পাচ্ছে ও ৩নং ওয়ার্ডের হাজীপাড়ার মৃত আলী আকবরের ছেলে নুরুল কবির চাউলও পায় সাথে ইজিপিপি+কর্মসূচিতেও রয়েছেন। এসব কিছু অনিয়ম চেয়ারম্যান, মেম্বারেরা ভোটের জন্য জেনে শোনে করেছেন বলে জানান এলাকাবাসীরা।উপরোক্ত কার্ড নং যাচাই-বাছাই করতে ইউনিয়নের বিভিন্ন সদস্যরা সহযোগিতা করেন। তবে তালিকাতে আ’লীগের নেতাকর্মীর নাম রয়েছে।
তাদের দাবী তালিকা থেকে উপরোক্ত কার্ডধারি ব্যক্তিদের বাদ দিয়ে নিরহ-অসহায় লোকের নাম তালিকাভূক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন ইউপি সদস্য ও সচেতন মহল।

এবিষয়ে খুটাখালীর চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান জানান,তালিকা থেকে মৃত,স্বাবলম্বী ব্যক্তিদের নাম বাদ দিয়ে তালিকা সংশোধন করে দেওয়ার জন্য মেম্বার-মহিলা মেম্বারদের নির্দেশ দেওয়া হয়েছিল তা মনে আছে। কিন্তু সংশোধন করে তালিকা পাঠানো হয়েছে কিনা মনে নেই।

উপজেলা খাদ্য কর্মকর্তা তপন পাল বলেন-প্রত্যক ইউনিয়নে মৃত ব্যক্তির নাম বাদ দিয়ে সংশোধিত তালিকা প্রেরণের চিঠি দেওয়ার পরও খুটাখালী থেকে তা পাঠানো হয়নি এখনো। যদি স্বাবলম্বী,ব্যবসায়ী ব্যক্তিরা পেয়ে থাকেন তাহলে যাচাই করে বাদ দেওয়া হবে। ডিলার বাদ দিয়ে পরবর্তীতে ডিলার নিয়োগ হবে। তখন কিন্তু তালিকার এসব সংশোধনের কাজও করে নতুন তালিকা করা হবে বলে জানান তিনি।

উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) মোঃ ফখরুল ইসলাম বলেন-খাদ্য বান্ধব চাউল বিতরণ তালিকার মৃত ব্যক্তি থাকলে তা অবশ্যই দিতে হবে। এছাড়াও একই উপকারভোগী দুই জায়গাতে সরকারি সুবিধা পেলে তাও বাদ যাবে।যদি স্বাবলম্বী, ব্যবসায়ীরা উপকারভোগী হয়ে থাকে তাও যাচাই সাপেক্ষে বাদ যাবে বলে জানান তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com
error: Content is protected !!