বার্তা পরিবেশক:
নির্বাচন কমিশনকে শক্তিশালী করার মাধ্যমে একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্টু নির্বাচন আয়োজন করা যেতে পারে। একই সাথে নির্বাচনব্যবস্থা সংস্কারের সাথে সাথে রাজনৈতিক দলেরও সংস্কার করা প্রয়োজন। যতদিন পর্যন্ত নির্বাচনব্যবস্থা তথা রাজনীতির মাঠে কালো টাকা, সাদা টাকা উড়তে থাকবে ততদিন পর্যন্ত একটি সুষ্টু নির্বাচন আয়োজন করা সম্ভব হবে না। একই সাথে নির্বাচনে প্রতিদ্ব›দ্ধী প্রার্থীর জন্য শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক করতে হবে।
এসোসিয়েশন অব পিপল্ ইনভল্ভ্ড ইন লিটিগেশন-আপিলের উদ্যোগে আয়োজিত নির্বাচনব্যবস্থার সংস্কার বিষয়ক গোলটেবিল বৈঠকে বক্তাগণ এসব কথা বলেন।
আপিলের ভারপ্রাপ্ত সভাপতি লোকগবেষক-সাংবাদিক মুহম্মদ নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে বক্তাগণ আরো বলেন, সংসদ সদস্যকে অন্যূন স্নাতক ডিগ্রি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে উচ্চ মাধ্যমিক পাশ, ইউনিয়ন পরিষদ সদস্যগণকে এস এস সি পাশ হতে হবে।
বক্তাগণ আরো বলেন, তত্ত¡াবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে সুষ্টু নির্বাচনব্যবস্থাকে চিরতরে কবর দেওয়া হয়েছে। তাই পুনরায় তত্ত¡াবধায়ক সরকার ব্যবস্থা বহাল করার মাধ্যমে দেশে সুষ্টু নির্বাচন এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা যেতে পারে।
বক্তাগণ বলেন, রাজনীতিকে পেশা হিসেবে নেওয়ার মনোভাব বন্ধ করতে হবে। রাজনীতিকে আয়ের উৎস করা যাবে না। রাজনীতির পাশাপাশি দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করতে হবে। বর্তমানের মতো মেরুদÐ বিহীন দুর্নীতি দমন কমিশন দিয়ে অসাধু লোকজনকে দমন করা যাবে না।
আপিলের সহ-সভাপতি অধ্যাপক কবি দিলওয়ার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকের শুরুতে স্বাগত বক্তব্য পেশ করেন আপিলের সাধারণ সম্পাদক এডভোকেট নুর মোহাম্মদ।
আলোচনায় অংশগ্রহণ করে মতামত প্রদান করেন, শিক্ষাবিদ অধ্যাপক সোমেশ^র চক্রবর্তী, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র জামায়াত নেতা সরওয়ার কামাল, জেলা নেজামে ইসলামীর সেক্রেটারী আ, হ, ম, নূরুল কবীর হেলাল, আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির জেলা সভাপতি এডভোকেট এনামুল হক সিকদার, কক্সবাজার সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক কবি রুহুল কাদের বাবুল, আওয়ামীলীগ নেতা কবি আদিল চৌধুরী, কূটনীতিক মাওলানা মীর কামাল, জেলা বিএনপির সদস্য রাশেদ মোহাম্মদ আলী, খুরুশকুল ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান আবদুর রহিম, বিএনপি নেতা কক্সবাজার পৌরসভার প্রাক্তন কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, এডভোকেট রিদওয়ানুল কাবীর, নারী নেত্রী কবি শামীম আকতার, বীরমুক্তিযোদ্ধ মোজাফ্ফর আহমদ, জামায়াত নেতা গর্জনিয়া ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান গোলাম মওলা চৌধুরী, আপিলের এডিআর বিষয়ক স্থায়ী কমিটির আহবায়ক মাওলানা ইয়াসিন হাবিবসহ অন্যরা বক্তব্য পেশ করেন।
এছাড়াও গোলটেবিল বৈঠকে জেলার আইনজীবী, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তি, ছাত্র সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
Leave a Reply