জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জাধীন খুটাখালী ইউনিয়নস্হ মেদাকচ্ছপিয়া বনবিটের এলাকার স্হানীয় জনগোষ্ঠীর সাথে এলিফ্যান্ট রেসপন্স টিমের সচেতনতা মূলক সভা সম্পন্ন হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) বেলা ১২ টার দিকে মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যান অফিস চত্বরে সভা করা হয়েছে।
সভায় বক্তরা বলেন-বনো হাতি-মানুষের সাথে সম্প্রতি সময়ে বেশি সংঘর্ষের ঘটনা ঘটেই চলছে। তাই এলিফ্যান্ট রেসপন্স টিম (ERT) এর সহযোগিতায় বনবিভাগ জেলাজুড়ে বিভিন্ন স্হানে হাতি-মানুষ সংঘর্ষ নিরসনে সচেতনতা মূলক সভা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় এখানে আসা।
মূল কথা হলো-হাতি লবণাক্ত খাবারের ছুঁটে লোকালয়ে চলে আসে।এসময় আপনারা হাতিকে আক্রমণের চেষ্টা না করে সংশ্লিষ্ট বনবিভাগকে খবর দিবেন। পরে সবাই মিলে হাতিকে তাদের নিজ আবাসন বনাঞ্চলে ফেরার চেষ্টায় সহযোগিতা করবেন। যদি অতর্কিত অবস্থায় কারো ক্ষেত নষ্ট করলে বা কোন লোককে আহত করলে বা মারা গেলে তার ক্ষতিপূরণ বনবিভাগ বহন করেছ আসছে। মনে রাখবেন ইচ্ছা করে কেউ হাতিকে আক্রমণ করলে বা আঘাত করলে কিংবা মেরে ফেললে তার জন্য বন আইনে জরিমানাসহ দীর্ঘ বছর জেল হাজতে থাকতে হয়-এমন শাস্তির আইন আছে। সুতরাং আপনারা নিজেরা সচেতন হোন,অন্যকে সচেতন করান। বন সম্পদ রক্ষা করা সকলের দায়িত্ব।
সভায় ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা হুমায়ূন আহমেদ, মেধাকচ্ছপিয়া বিটকর্মকর্তা মোস্তাফিজুর রহমান,খুটাখালী বনবিট কর্মকর্তা নাজমুল সহ বিটের স্টাফগণ, ভিলেজার, সিপিজি,সিএমসি এবং এলাকার গণ্যমান্য বক্তিবর্গ,সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply