জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার মাধ্যমে অন্তত ২০০ কেজি পলিথিন জব্দ ও ২ দোকানীকে নগদ জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার ( ৭নভেম্বর) দুপুরে অভিযানটি চালানো হয়েছে।ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ এরফান উদ্দিন।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান- উপজেলার বদরখালী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় পরিবেশের জন্য ক্ষতিকর ও সরকারীভাবে নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রির অপরাধে পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ অনুযায়ী ২ দোকানীকে ২০ হাজার টাকা জরিমানা এবং পুরো বাজার ঘিরে অভিযানে অন্তত ২০০ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। পরবর্তীতে যদি পলিথিন আবার পাওয়া যায় তাহলে আইনগত কঠিন পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্কীকরণ নির্দেশনার কথা জানিয়ে দেওয়া হয়েছে।
Leave a Reply