জিয়াউল হক জিয়া :
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে গভীর রাতে পুলিশের পোশাক পরিধান করে অস্ত্র সজ্জিত হয়ে তালা ভেঙ্গে “খুটাখালী পাওয়ার হাউজ” নামের টমটম-মিনিটমটম গ্যারেজে ডাকাতি করা হয়েছে। এসময় গ্যারেজ পাহারায় থাকা ঘুমন্ত এক কর্মচারী গুরুতর আহত সহ ৫৩টি ব্যাটারী নিয়ে যায় সংঘবদ্ধ ডাকাতদল।
বুধবার (২৮ নভেম্বর) রাত ৩টা ৩৭মিনিট থেকে ৪টা ৩৪ মিনিট সময়ে এ ডাকাতি সংঘটিত হওয়ার বিষয়টি সিসি ক্যামেরার ফুটেজে দৃশ্যমান। পুলিশ ৯৯৯ -এ ফোন পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
খুটাখালী পাওযার হাউজ গ্যারেজের মালিক-খুটাখালী ইউপির ৫নং ওয়ার্ডের হাফেজখানা সড়ক সংলগ্ন নুরুল আলম মিস্ত্রীর ছেলে আরিফুল ইসলাম লিটন। ভুক্তভোগী গ্যারেজ মালিক সাংবাদিকদের জানান, গত বুধবার রাতে মিনিট্রাক ভর্তি একদল ডাকাত পুলিশের পোশাক পরিধান করে গ্যারেজের বাহিরের তালা কেটে ভিতরে ঢুকে পড়ে। পরে তারা গ্যারেজের ভিতরে থাকা কর্মচারী জিহানকে হাত-পা বেঁধে মুখে টেপ লাগিয়ে বেদড়ক মারধর করে অজ্ঞান করে ফেলে রাখে। এরপর ডাকাতরা ১৪টি টমটম-মিনিটমটম গাড়ীর ৫৩টি ব্যাটারী চার্জিং অবস্থা থেকে খুলে ট্রাক ভর্তি করে হাফেজ খানা সড়ক হয়ে চলে যায়। যা সিসি ক্যামেরার ফুটেজ প্রমাণ করে। ডাকাতি করে নিয়ে যাওয়া ব্যাটারীগুলোর আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ টাকা।
এখন গ্যারেজ মালিককে এসব ব্যাটারী কিনে দেওয়ার জন্য চাপ দিচ্ছেন চার্জে দেয়া টমটম মালিকরা। ফলে বাধ্য হয়ে বৃহস্পতিবার বিকেলে থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী গ্যারেজ মালিক।
এবিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূইঁয়া সাংবাদিকদের বলেন,গ্যারেজ ডাকাতির লিখিত অভিযোগ পাওয়া মাত্র তদন্ত সাপেক্ষে আমি দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। যাতে ভুক্তভোগী স্বস্তি পায়।
Leave a Reply