মোঃ নাজমুল হুদা, বান্দরবান দ.প্রতিনিধিঃ
বান্দরবান “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এ প্রতিপাদ্য নিয়ে বান্দরবানের লামা উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৪।
দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, কক্সবাজারের তত্ত্বাবধানে লামা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি দিবসটি আয়োজন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী। সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল্লাহ মোহাম্মদ ইমতিয়াজ। আরও অংশ নেন এনজেড একতার নির্বাহী পরিচালক আনোয়ারা বেগম,লামামূখ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর শুক্কুরসহ অনেকেই।
Leave a Reply