জিয়াউদ্দিন ফারুক :
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় কাভার্ডভ্যান চাপায় আবদুর রহমান (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর ১ টার দিকে মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং সাইফা কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুর রহমান উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের দ্বীপকূল এলাকার ফজল করিমের ছেলে।
চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি মো. আরিফুল আমিন জানান, দুপুরে রাস্তা পারাপারের সময় চট্টগ্রামগামী একটি ছোট কাভার্ডভান পথচারী আবদুর রহমানকে চাপা দিলে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন উদ্ধার করে চকরিয়াস্থ জমজম হাসপাতালে ভর্তির পর দুপুর দুইটার দিকে মারা যান তিনি।
তিনি আরো জানান, দুর্ঘটনাকবলিত গাড়িটা জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। ##
Leave a Reply