1. coxsbazarshomachar@gmail.com : admin :

চকরিয়ায় আ’লীগ নেতার গোয়ালঘর থেকে ৪টি চোরাই গরু উদ্ধার

  • পোস্টিং সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫

জিয়াউল হক জিয়া :

চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন আ’লীগের প্রভাবশালী সদস্য জসীম উদ্দিনের গোয়ালঘর থেকে বাচুর সহ ৪টি চোরাই গরু উদ্ধার করেন থানা পুলিশ।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে অভিযান চালিয়ে গরুগুলো উদ্ধার করা হয়। চোরের গডফাদার জসিম উদ্দিন উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের পুকপুকুরিয়া গ্রামের
গ্রামের মৃত নুরুল কবিরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোররাতে হারবাং ইউনিয়নের বাসিন্দা আবুল কালামের গোয়ালঘর থেকে দুটি গরু চুরি হয়। সেই গরু আওয়ামী লীগ নেতা গিয়াসের ছোট ভাই জসীম উদ্দিনের গোয়ালঘরে রয়েছে এমন তথ্য পাওয়ার পর পুলিশকে জানানো হয়।

পরে থানার উপপরিদর্শক (এসআই) রাজীব কুমার সাহার নেতৃত্বে একদল পুলিশ জসীমের গোয়াল ঘরে অভিযান চালিয়ে চুরি হওয়া দুটি গরু এবং দুটি বাছুর উদ্ধার করে।

অভিযানে নেতৃত্ব দেওয়া থানার উপপরিদর্শক (এসআই) রাজীব কুমার সাহা বলেন,গরু চুরির অভিযোগের ভিত্তিতে গরুর মালিকসহ ফাঁসিয়াখালীর জসীম উদ্দিনের বাড়ির গোয়াল ঘর থেকে দুটি বড় সাইজের গরু আর দুইটি বাচুর উদ্ধার করি। বাছুর দুটি স্থানীয় ইউনিয়ন পরিষদের জিম্মায় দিয়ে গরু দুইটি থানায় নিয়ে যায়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, হারবাং থেকে চুরি হওয়া গরুগুলো ফাঁসিয়াখালীর এক আ’লীগ নেতার বাড়ীতে থেকে উদ্ধার করা হয়েছে। সুতরাং চুরির বিষয়ে গরুর মালিকের লিখিত অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com
error: Content is protected !!