1. coxsbazarshomachar@gmail.com : admin :

মহাসড়কের খুটাখালীতে মোটরসাইকেল আরোহী নিহত-১, আহত-১ঃ ঘাতক মাইক্রোবাস চালক আটক

  • পোস্টিং সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫

জিয়াউল হক জিয়াঃ

চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাসের ধাক্কায় বাইক আরোহী এক যুবক নিহত হয়েছে। গুরুতরভাবে আহত হয়েছে বাইকের চালক।

জানা যায়, ঈদগাঁও উপজেলার ইসলামপুরের নাপিতখালী এলাকায় বেপরোয়া গতিতে আসা একটি মাইক্রোবাসের ধাক্কায় চকরিয়ার খুটাখালী ইউনিয়নের বাসিন্দা মোটরসাইকেল আরোহী মোঃ আরমান (২৬) নিহত হয়েছে। এসময় বাইক চালক গুরুত্বর আহত হন। হাসপাতালে চিকিৎসাধিন থাকায় চালকের পরিচয় জানা যায়নি।

বুধবার (২ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২ টার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ইসলামপুরের সাইনবোর্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত- মোঃ আরমান (২৬) চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মধ্যম গর্জনতলী গ্রামের লিয়াকত আলী মিস্ত্রীর ছেলে।

নিহতের বড়ভাই আব্দুল্লাহ আল মুরাদ জানান-আমার ছোট ভাই আরমান পেশায় একজন দর্জি। বন্ধু নিয়ে বিশেষ কাজে কক্সবাজার শহরে গিয়েছিল। আসার পথে রাত সাড়ে ১২ টার সময় ঘটনাস্থলে পৌঁছলে পিছন থেকে বেপরোয়া গতিতে আসা মাইক্রোবাসটি ওভারটেকিং করতে গিয়ে ধাক্কা মারলে তারা মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়লে ঘটনাস্থলে আরমান মারা যান। এসময় তার বন্ধু চালক গুরুতরভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধিন। তাই আইনী প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মধ্যম গর্জনতলী বায়তুল আমান জামে মসজিদ মাঠে জানাজা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে দাফন করেছি।

মালুমঘাট হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) মেহেদী হাসান বলেন, দুর্ঘটনা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। কিন্তু মোটরসাইকেল চালক আহত হওয়ায় স্হানীয়রা হাসপাতালে পাঠিয়েছেন বলে জেনেছি।ঘটনাস্থল থেকে মোটরসাইকেল জব্দ করি।পরে ঘাতক মাইক্রোবাসটিকে লোহাগাড়া থানার সহযোগিতায় মাইক্রোবাসসহ চালককে আটক করি।পরে চকরিয়াতে এনে দুর্ঘটনার বিষয়ে মামলা রুজু করার পরে আদালতের মাধ্যমে হাজতে প্রেরণ করেছি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com
error: Content is protected !!