জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজারের চকরিয়ায় অস্ত্র-গুলি সহ দুই ডাকাত আর ওয়ারেন্টভূক্ত এক আসামীসহ তিনজনকে গ্রেফতার করেছেন থানা পুলিশ।
শনিবার (৪ জানুয়ারী) সকাল ৮টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন-এমরানুল হক শামীম (২৫) উপজেলার ডুলাহাজারা ইউপির ১নং ওয়ার্ডের মালুমঘাটস্হ রিংভং ছগিরশাহ কাটা এলাকার রিদওয়ানুল হকের ছেলে।সাজ্জাদ হোসেন (২৫) একই এলাকার কামাল হোসের ছেলে ও আলমগীর (৩৬) পৌরসভার ৩নং ওয়ার্ডের পশ্চিম বাটাখালীর নুর আহমদের ছেলে।
থানা পুলিশের তথ্য মতে,এসআই রাজীব কুমার সাহা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে অস্ত্র-গুলি সহ এমরানুল হক শামীম আর সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়।পাশাপাশি আরেক এসআই একজন ওয়ারেন্টভূক্ত আলমগীর নামের যুবককে গ্রেফতার করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূইঁয়া আটকের সত্যতা নিশ্চিত করেন।তিনি জানান-গোপন সংবাদের ভিত্তিতে ১টি এলজি অস্ত্র ও ২ রাউন্ড গুলি সহ দুই ডাকাতকে গ্রেফতার করা হয়।পরে পৌরসভা এলাকা থেকে ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। তবে আটক অস্ত্রধারী দুইজনের বিরুদ্ধে আর্মস আইন ১৮৭৮ এর ১৯-এ ধারা মতে থানা মামলা নং-১২/১২-২৫ইং রুজু হয়।একই সময়ে ওয়ারেন্ট জারিকৃত আরেক আসামীকে আটকের পরে ধৃতদেরকে আদালতে সোপর্দ্দের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply