জিয়াউল হক জিয়া :
কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ব্রীজ সংলগ্ন প্যারাবনে নিয়ে কিশোরী (১৪) কে গণধর্ষণের ঘটনায় পুলিশ সন্দেহজনক ৩জনকে আটক করেন। তবুও কিশোরী পরিবারের মাঝে কাটছেনা আতংক।
সোমবার (৬ জানুয়ারি) রাতে উপজেলার বদরখালী থেকে গণ-ধর্ষণকারী বখাটে তিন যুবককে আটক করা হয়েছে।
গণ-ধর্ষণের ঘটনায় আটক যুবকেরা হলেন-মোঃ বশির (৩৮) উপজেলার বদরখালী ইউপির টুটিয়াখালী পাড়ার মৃত ইজ্জত আলীর ছেলে, মোঃ শাহজাহান (২৭) ঢেমুশিয়া পাড়ার আব্দুস সোবহারের ছেলে ও মোঃ কাজল (২৩) কলেজপাড়ার মোঃ ইছহাকের ছেলে।
ভুক্তভোগী কিশোরী পরিবার জানান- ধর্ষিতা কিশোরীকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। চিকিৎসায় কিশোরীর শারীরিক অবস্থার উন্নতি হলেও আমরা আতংক আছি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনজুর কাদের ভূঁইয়া জানান-গণ-ধর্ষনের ঘটনায় সন্দেহজনক তিনজনকে আটক করে তাদেরকে থানা হেফাজতে রাখা হয়েছে। আটককৃতদের জিজ্ঞেসাবাদের জন্য আদালতে আবেদন করা হয়েছে। ধর্ষণের ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। মামলা রুজুর পর তিনজনকে গ্রেপ্তার দেখানো হবে।তবে ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করতে কিশোরীকে আদালতে নেওয়া হবে।
Leave a Reply