মোঃ নাজমুল হুদা, লামাঃ বান্দরবানের লামা উপজেলার চাককাটা গ্রামে বৈদ্যুতিক ফাঁদে পড়ে মারা গেছে সন্তান সম্ভবা একটি বুনো হাতি।
গতকাল সোমবার (৬ ডিসেম্বর) দিবাগত রাতে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি জনপদ কুমারীর চাককাটা ঝিরি এলাকায় এই ঘটনা ঘটে।
মৃত হাতিটির বয়স আনুমানিক ৩০ বছর হবে বলে ধারণা করছেন বন বিভাগের কর্মকর্তারা।
লামা বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা এ. কে. এম আতা এলাহী জানান, বৈদ্যুতিক ফাঁদেই হাতিটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মৃত হাতিটির শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়নি। এটির প্রাথমিক সুরতহাল ও নমুনা সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য হাতিটির অঙ্গ-প্রত্যঙ্গ সংগ্রহ করে ল্যাবে পাঠানো হবে।
রেঞ্জ কর্মকর্তা বলেন, ময়নাতদন্তের পর জানা যাবে সন্তান সম্ভবা হাতিটিকে বৈদ্যুতিক ফাঁদে ফেলে হত্যা করা হয়েছে নাকি, স্বাভাবিক মৃত্যু হয়েছে। আপাতত এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, বৈদ্যুতিক ফাঁদে হাতির মৃত্যুর সত্যতা পাওয়া গেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply