মোঃ নাজমুল হুদা, লামাঃ
লামায় পুড়ে যাওয়া ত্রিপুরা পল্লীর ১৭ পরিবারকে ইউপিডিএফ (গণতান্ত্রিক) পার্টির উদ্যোগে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১০ ডিসেম্বর) সরই ইউনিয়নে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) পার্টির উদ্যোগে শীত বস্ত্র, খাদ্য সামগ্রী বিতরণ ও মতবিনিময় করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শীতবস্ত্র ও ত্রাণ বিতরণ করেন উবামং মারমা।
উক্ত অনুষ্ঠিত অতিথি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতল চাকমা, বান্দরবান জেলা সমন্বয়ক, বিকাশ চাকমা,সাংগঠনিক সম্পাদক জেলা কমিটি, মেনরুং ম্রো সহ: সভাপতি জেলা কমিটি, মং শৈ প্রু ত্রিপুরা সভাপতি -লামা উপজেলা কমিটি, ইলিসাই ত্রিপুরা মেম্বার ৩নং ওয়ার্ড ১নং গজালিয়া ইউনিয়ন, লামা উপজেলা। এতে সভাপতিত্ব করেন দুনিজং ত্রিপুরা কারবারি টংঙ্গঝিড়ি পাড়া, লামা- বান্দরবান।
উল্ল্যেখ্য যে, বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে বেতছড়া ত্রিপুরা পাড়ায় গভীর রাতে আগুনে গত ২৪ডিসেম্বর, ২০২৪ ইং তারিখ দূর্বৃত্তের আগুনে ১৭টি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়।
Leave a Reply