1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ

লামায় ৭ জন অপহরণ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান চলছে

  • পোস্টিং সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

লামা প্রতিনিধিঃ লামা উপজেলার সরই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বমুখাল নামক এলাকা থেকে বুধবার (১৪ জানুয়ারি) গভীর রাতে তিনটি তামাকের খামার বাড়ি থেকে ৭ জনকে অপহরণ করে নিয়ে যায় পাহাড়ি সন্ত্রাসী বাহিনী। এ ঘটনায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি টিম উদ্ধার অভিযান পরিচালনা করছে।

সূত্রে জানা যায়, সশস্ত্র অবস্থায় পাহাড়ী সন্ত্রাসী বাহিনীরা সিভিল পোশাক পরিধান করে হাতে লাঠি নিয়ে তামাকের খামার বাড়িতে আসে এবং ৩ টি খামার বাড়ি থেকে ৭ জন শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। অপহরণকৃত ব্যক্তিরা তামাক বাগানে কাজ করে বলে জানা যায়।

যারা অপহৃত হলেনঃ

মোঃ আমিন (৩৫) খামারের মালিক, মোঃ আলেক্স জোহার(৩৫) শ্রমিক, মোঃ শফি আলম(৩২) শ্রমিক, মোঃ সাকিব (১৪) খামার মালিকের ছেলে, মোঃ জাভেদ(২৬) শ্রমিক, আসাদ (১৮) শ্রমিক, মোঃ আবু হানিফ(২১) শ্রমিক।

উল্লেখ্য যে, বাগানের মালিক রফিক তার বাগানের শ্রমিক জাবেদের মোবাইলে যোগাযোগ করলে আজকে যেকোন সময় তারা এই বিষয়ে কথা বলবে বলে জানায়।

স্থানীয়রা জানান, বমু খালের তীরবর্তী এলাকায় সবজিসহ খেতখামারে কাজ করতে পার্শ্ববর্তী জেলার লোহাগাড়া, চকরিয়া, মানিকপুরসহ কয়েকটি এলাকা থেকে আসে শ্রমিকরা। গতকাল রাত সাড়ে ১১টার দিকে একটি খামার বাড়ি থেকে একদল সশস্ত্র সন্ত্রাসী অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায় ৭ শ্রমিককে। অপহৃত শ্রমিকদের পরিবারকে ফোন করে জনপ্রতি ১ লাখ ৯০ হাজার টাকা মুক্তিপণ চাওয়া হচ্ছে।

সরই ইউপি চেয়ারম্যান মো. ইদ্রিস কোং দৈনিক সোনালী কন্ঠকে জানান, খেত-খামারে কাজ করতে আসা ৭ শ্রমিককে অপহরণ করে টাকা দাবি করছে বলে শুনেছি। এলাকাটি দুর্গম ও নেটওয়ার্ক বিহীন হওয়ায় বিস্তারিত বলা যাচ্ছে না।

লামা ক্যাজু পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক  মো. আতিকুর রহমান জানান, অপহৃতদের উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান চলছে। বিস্তারিত পরে জানা যাবে।

এ ব্যাপারে লামা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ শাহদাৎ হোসেন এ প্রতিবেদককে বলেন, লামার সরই ইউনিয়নের ৯নং ওয়ার্ড থেকে বুধবার গভীর রাতে পাহাড়ী সন্ত্রাসীরা সাত জনকে অপহরণ করে নিয়ে যায়। তাদের উদ্ধারে যৌথবাহিনীর অভিযান চলছে বলে জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com
error: Content is protected !!