মোঃ নাজমুল হুদা, বান্দরবান থেকেঃ
বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন বান্দরবান জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন, সাধারন সভা,নির্বাচন, বিদায় ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় পর্যটন মোটেল, মেঘলা বান্দরবান অনুষ্ঠি হয়। সভায় সভাপতিত্ব করনে জেলা বিডিএমএর সভাপতি ডাঃ অব.আলহাজ্ব জাহাঙ্গীর আলম । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন বিডিএমএ অর্ন্তবর্তীকালীন কেকাপ মহাসচিব ডাঃ মনির সাদ্দাক।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিডিএএমএ এর চট্টগ্রাম জেলা সহ সভাপতি ছিলেন ডাঃ আব্দুল জাব্বার, সাংগঠনিক সম্পাদক ডাঃ জসিম উদ্দিন, সাবেক কোষাধ্যক্ষ ডাঃ প্রিয়তোষ ধর প্রমূখ।
পরে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন জেলা কমিটির কমিটি গঠিত হয় (উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার) । এতে সভাপতি হিসেবে পুনঃ ডাঃ অব. আলহাজ্ব জাহাঙ্গীর আলম,সহ সভাপতি যথাক্রমে আমিনুল ইসলাম, শিথোইচিং মার্মা,রেজাউল করিম,ভবানী দাশ,সাধারণ সম্পাদক ডাঃ শংকর প্রসাদ দাশ,সহ সাধারন সম্পাদক মাসাংচিং মার্মা,সাংগঠনিক সম্পাদক রবেল দেওয়ান,সহ সাংগঠনিক সম্পাদক সঞ্চয় দাশ,অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান,দপ্তর সম্পাদক যীশু দাশ,সমাজ কল্যাণ নুসরাত সায়মা জিনিয়া,সাহিত্য ও সাংস্কৃতিক প্রিয়া দে,প্রচার ও প্রকাশনা মিজানুর রহমান, তথ্য ও গবেষণা এএস মং মার্মা, মহিলা বিষয়ক এমি রাখাইন,নির্বাহী সদস্য ফাতেমা বেগম, জন্নাত আরা,অংখ্যমং মার্মা,শারমীন আক্তার ও দয়াময় চাকমা নিয়ে ২১ (একুশ) সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠিত হয়।
Leave a Reply