1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
বাংলা নববর্ষে বান্দরবানে নববর্ষ ১৪৩২ উদযাপন বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে ‘মাহাঃ সাংগ্রাই পোয়েঃ’ উদযাপন বৈশাবী উৎসবে বান্দরবান সেনাজোনের আর্থিক সহায়তা বিতরণ চকরিয়ায় সাংবাদিক শাহ আলমের উপর হামলা ও রাইচমিল লুটের ঘটনায় দুই মামলা লামায় দুর্বৃত্তের আগুনে পুড়ে গেল অসহায় পরিবারের বসতঘর হারবাং ইউনিয়নের প্রবীণ বিএনপি নেতা নুরুল আলমের মৃত্যুতে সালাহ উদ্দিন আহমদের শোক বমুর মূখ বাঁশ বাজার খোলা ইজারা নিলাম সম্পন্ন খুটাখালীতে নিজ ঘরে আগুন দিয়ে জিয়াবুল গংকে ফাঁসানোর চেষ্টা! পার্বত্যাঞ্চলে ১২এপ্রিল থেকে শুরু হচ্ছে বৈশাখী উৎসব চকরিয়া সার্বজনীন কেন্দ্রীয় হরিমন্দির উন্নয়ন ও পরিচালনা কমিটিতে বিএনপি নেতা তরুণ শীল সভাপতি, সাংবাদিক ছোটন কান্তি নাথ সম্পাদক নির্বাচিত

বেতাগী আনজুমানে রহমানিয়ায় হাজারো মানুষ সেবা পেল

  • পোস্টিং সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

প্রেস বিজ্ঞপ্তি :

সৈয়দুল আযম আল্লামা হযরত ক্বারী হাকিম হাফেজ মুহাম্মদ বজলুর রহমান মোহাজেরে মক্কী (রহঃ) বার্ষিক পবিত্র ইছালে ছাওয়াব মাহফিল, বেতাগী রহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদ্রাসার বার্ষিক সভা ও বেতাগী আনজুমানে রহমানিয়ার ৩৮ তম বার্ষিক সম্মেলন উপলক্ষে বিনামূল্যে সমন্বিত চিকিৎসা, চক্ষু, ডায়াবেটিক ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প ১০ ফেব্রুয়ারী’২৫ সোমবার সকাল  ৯টা হতে  ২টা পর্যন্ত রাঙ্গুনিয়া দরবার-এ বেতাগী আস্তানা শরীফে অনুষ্ঠিত হয় ।

বিনামূল্যে আয়োজিত চিকিৎসা সেবা ক্যাম্পটি যৌথ ভাবে বাস্তবায়ন করেছে বেতাগী আন্জুমানে রহমানিয়া , লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটি , ইন্টারন্যাশনাল ইয়ুথ চেইঞ্জমেকার- আইওয়াইসিএম, চট্টগ্রাম চ্যাপ্টার, হযরত শাহ্ জিল্লুর রহমান (রহ.) লায়ন্স আই সেন্টার  ও হযরত শাহ্ জিল্লুর রহমান (রহ.) ফাউন্ডেশন  । আর সার্বিক ভাবে সহযোগিতা করেছে ডাঃ নুরুল ইসলাম মেমোরিয়াল ইনস্টিটিউট অব এপ্লাইড হেলথ সাইন্স হাসপাতাল (ইউএসটিসি) চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল , বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদ্রাসা প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ ও  রহমানিয়া ইয়ুথ ফোরাম ।

চিকিৎসা ক্যাম্পে সভাপতিত্ব করেন দরবার এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন ও বেতাগী আনজুমানে রহমানিয়ার সভাপতি পীরে তরিকত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মাঃজিঃআলী) ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্ন্তজাতিক  লায়ন্স জেলা ৩১৫বি৪ বাংলাদেশের ২য় ভাইস জেলা গর্ভনর লায়ন মোহাম্মদ কামরুজ্জামান লিটন এমজেএফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেকেন্ড সেঞ্চুরী এ্যামবেসেডর প্রাক্তন লায়ন্স জেলা গর্ভনর লায়ন শেখ সামসুদ্দিন আহমেদ সিদ্দীকি পিএমজেএফ,সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সাংবাদিক কামাল পারভেজ, লায়ন্স গর্ভনর এডভাইজর ও লিও ক্লাব এডভাইজর লায়ন নুরুল আরশাদ চৌধুরী,লায়ন মোহাম্মদ শওকত ইসলাম খান,লায়ন মোহাম্মদ মুসা,লায়ন কাশেম শাহ,লায়ন মোহাম্মদ জিল্লুর রহমান, লায়ন মিজানুল করিম,লায়ন আবু হানিফ লিটন,,আইওয়াইসিএম চট্টগ্রামের প্রধান তত্তাবধায়ক মোঃ মহিন উদ্দিন লিটন,লিও জেলার জয়েন্ট ট্রেজার লিও এডভোকেট জয়নুল আবেদীন, আইওয়াসিএম চট্টগ্রাম চ্যাপ্টার এর সেক্রেটারী ফারহানা আকতার যুথী ,লিও রিপন, লিও হায়দার প্রমূখ ।

চিকিৎসা সেবা ক্যাম্পটির বাস্তবায়নে সার্বিক ভাবে তত্তাবধান করেন বেতাগী আনজুমানে রহমানিয়ার ভাইস প্রেসিডেন্ট, আন্তর্জাতিক লায়ন্স জেলা ৩১৫ বি ৪, বাংলাদেশের  লিও জেলা ৩১৫বি ৪, বাংলাদেশ এর প্রাক্তন লিও জেলা সভাপতি ও আইওয়াইসিএম চট্টগ্রাম চ্যাপ্টার এর প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান ।

ডাঃ নুরুল ইসলাম মেমোরিয়াল ইনস্টিটিউট অব এপ্লাইড হেলথ সাইন্স হাসপাতাল (ইউএসটিসি) এর পরিচালক ও হেড অব সার্জারী ডাঃ মোহাম্মদ বদিউল আলম ও ডাঃ. নূর উদ্দিন জাহেদ সহকারী অধ্যাপক নেফ্রোলজি এর নেতৃত্বে  এই বিনামূল্যে সমন্বিত চিকিৎসা সেবা ক্যাম্পে ডাঃ মিনহাজ উদ্দিন সহকারী অধ্যাপক মেডিসিন , ডাঃ রকিবুল আহসান শহীদী মেডিকেল অফিসার মেডিসিন , ডা. নাসরীন ফেরদৌস সহযোগী অধ্যাপক গাইনি ও অবস্ট , ডাঃ আলিয়া আমিন-উল-হক সহকারী অধ্যাপক গাইনি ও অবস্ট,ডাঃ আঞ্জুমান আরা বেগম রেজিস্ট্রার গাইনি ও অবস্ট , ডাঃ বায়তুল মোকাদ্দেস বেলালী টুম্পা মেডিকেল অফিসার গাইনী ও অবস্ট , ডাঃ মুবাশ্বশিরা শারমিন মেডিকেল অফিসার গাইনি ও অবস্ট ,  ড. সানজিদা ইন্টার্ন গাইনি অ্যান্ড অবস্ট , ডাঃ আনিশা ইন্টার্ন গাইনি ও অবস্ট , ডাঃ মাহবুব ইন্টার্ন গাইনি ও অবস্ট , ড. জোবায়ের ইন্টার্ন গাইনি ও অবস্ট , ডাঃ মোহাম্মদ বেলাল উদ্দিন সহকারী অধ্যাপক শিশুরোগ, ডাঃ আব্দুল মান্নান রেজিস্টার পেডিয়াট্রিক্স , ডাঃ সাইমুল মেডিকেল অফিসার পেডিয়াট্রিক্স ,ডাঃ রিয়াজ ইন্টার্ন পেডিয়াট্রিক্স ,ডাঃ মোঃ ফাহাদ গনি সহযোগী অধ্যাপক ও হেড অর্থোপেডিকস ,ডাঃ এস.এম. মহিউদ্দিন আরজু সহকারী অধ্যাপক সার্জারি , ডাঃ মালিহা সুবাত রেজিস্ট্রার সার্জারি , ড. ফয়সাল ইন্টার্ন সার্জারি, ডাঃ প্রীতি ইন্টার্ন সার্জারি, ডাঃ তানভীর রহমান সহকারী অধ্যাপক ইউরোলজি , ডাঃ মোঃ নাজামুল হক সহকারী অধ্যাপক (সিসি) ইউরোলজি , ডাঃ মিঠুন বৈদ্য মেডিকেল অফিসার ইউরোলজি, ডাঃ মোঃ হাসান উল্লাহ সহকারী অধ্যাপক ও প্রধান শিশু সার্জারি , ডাঃ মোঃ হাসান মুরাদ সহকারী অধ্যাপক সিসিও,  ডাঃ রাইসুল ইসলাম মেডিকেল অফিসার সিসিইউ, ড. খোন্দকার আবদুল্লাহ আল মাহমুদ সহকারী অধ্যাপক ইএনটি ,ডাঃ মোঃ জিয়াউর রহমান রেজিস্ট্রার ইএনটি ,ডাঃ অপূর্ব কুমার রায় মেডিকেল অফিসার চর্মরোগ বিশেষজ্ঞ এর মাধ্যমে  মেডিসিন, গাইনি, চক্ষু, চর্ম, শিশু, নাক, কান ও গলা, সার্জারী, অর্থোপেডিক, নেফ্রোলজী পেডিয়াটিক সার্জারী, কার্ডিওলর্জী বিষয়ে চিকিৎসা প্রদান করেন, এবং লায়ন্স চ্ক্ষু হাসপাতালের ডাঃ সাইফুল ইসলাম রিয়াদ, এর নেতৃত্বে চ্ক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প ও আইওয়াসিএম ও লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির স্বেচ্ছাসেবীদের মাধ্যমে ব্লাড গ্রুপিং, কর্ণছেদন ও চিকিৎসকদের ব্যবস্থাপত্রের ভিত্তিতে বিনামূল্যে ঔষধ প্রদান করেন ।

লায়ন্স জেলা ভাইস জেলা গর্ভনর কামরুজ্জামান লিটন বলেন শিক্ষা, স্বাস্থ্য ও মানবকল্যাণমূলক কাজে বেতাগী আনজুমানে রহমানিয়ার ভূমিকা অনন্য । বেতাগী আনজুমানে রহমানিয়া ও লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটি এবং ইউএসটিসি ও আইওয়াসিএম প্রায় এক যুগের অধিক সময় ধরে যে চিকিৎসা সেবা প্রদান কওে যাচ্ছেন তা সত্যিই প্রশংসনীয় । আজকেও হাজারো মানুষ সেবা পেল বেতাগী আনজুমানে রহমানিয়া লায়ন্স ইম্পেরিয়ার সিটিও আই্ওয়াইসিএম’র যৌথ ফ্রি মেডিকেল ক্যাম্পে ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com
error: Content is protected !!