পাসপোর্ট করার জন্য এখন থেকে আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
পাসপোর্ট নাগরিক অধিকার উল্লেখ করে তিনি বলেন, এটি পেতে যে পুলিশ ভেরিফিকেশন করা হয়, তা হয়রানি।
আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনে এ কথা বলেন প্রধান উপদেষ্টা।
ড. ইউনূস বলেন, পাসপোর্ট তো আমার নাগরিক অধিকার। পাসপোর্ট একটি নাগরিক পরিচয়পত্র। এখন আইন করে দিয়েছি পাসপোর্ট করতে পুলিশের ভেরিফিকেশন লাগবে না। এগুলো লাগে না। এগুলো হয়রানি।
তিনি বলেন, ‘পাসপোর্ট করতে হলে পুলিশ ভেরিফিকেশন লাগে। আমি জিজ্ঞেস করতে আরম্ভ করলাম…কারণটা কী? পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার। আমি চোর না ডাকাত না কী, সেটা ভিন্নভাবে পুলিশ আমাকে বিচার করবে। কিন্তু আমাকে যে জন্মসনদ দিয়েছেন, সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন নিয়ে করেননি। আমাকে এনআইডি দিয়েছেন, সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হয় নাই। নাগরিক হিসেবে দিয়েছেন। পাসপোর্টও এই দেশের নাগরিকের একটি পরিচয়পত্র। এখানে পুলিশ ভেরিফিকেশন কেন লাগবে? আমরা আইন করে দিয়েছি যে এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না।’
এছাড়া জন্মসনদপ্রাপ্তিতেও দীর্ঘসূত্রতা দূর করতে হবে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘শেষ বয়সে কোথাও যেতে চাই, একটা পাসপোর্ট দরকার। পাসপোর্ট করা হয়নি। জন্ম নিবন্ধন নাই বলে জন্ম নিবন্ধন লাগবে। …কিন্তু পাওয়া যায়; পয়সা দিলে ঠিকই চলে আসে। পয়সা দিলে যখন ঠিকই চলে আসে, তখন পয়সা না দিলেও আসার কথা। এই সিস্টেমটা আমরা করতে পারছি না কেন? এটা তো একজন নাগরিকের অবশ্যপ্রাপ্য…আমার জন্মসনদ। সরকার ব্যবস্থা করতে পারে নাই বলে অজুহাত দিলে তো চলবে না। নিশ্চয়ই ব্যবস্থা আছে। কিছু একটা করতে হবে। ওই যে বললাম, টাকা দিলেই করে দিতে পারে, সেটা সরকার কেন পারবে না? কাজেই আমাদেরকে সেই ব্যবস্থা করতে হবে। জন্মসনদ তার প্রাপ্য, যেকোনো সময় যে বয়সেই চায়, তাকে দেবার ব্যবস্থা করতে হবে।’
Leave a Reply