চকরিয়ায় ডেভিল হান্টের যৌথ অভিযানে অস্ত্রসহ ৫জন আটক
জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজারের চকরিয়ায় ডেভিল হান্টের যৌথ অভিযানে অস্ত্র সহ আলোচিত গরুচোরের গডফাদার সাবেক চেয়ারম্যান নবী হোসাইন মিলে ৫জন আসামীকে আটক করা হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারী) সকাল ৮টা পর্যন্ত উপজেলায় সেনাবাহিনী আর পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন-নবী হোসাইন (৪৫) চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কোরালখালী-বিড়ির বাপের বাড়ী এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।সাহাব উদ্দিন (৫৭) কাকারা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মাইজ কাকারা,খাদরমপাড়ার শামসুল আলমের ছেলে।রেজাউল করিম (৪৮) চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের কোচটাড়া এলাকার মৃত আহমেদ হোসেনের ছেলে।মোঃ নয়ন (২২) সাহারবিল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রামপুর এলাকার বেলাল উদ্দিনের ছেলে ও মোঃ আলী (২৪) একই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মাইজঘোনা এলাকার আজগর ড্রাইভারের ছেলে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনজুর কাদের ভূইঁয়া জানান,সরকারের ঘোষিত ডেভিল হান্ট অপারেশনে যৌথ সেনাবাহিনী ও পুলিশের গত ২৪ ঘন্টা অভিযানে ডাকাত,নাশকতা সৃষ্টিকারী,অস্ত্রধারি ৫ আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। তৎমধ্যে সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোসাইনে চট্টগ্রাম চকবাজার এক বিয়ে বাড়ি থেকে আটক করা হয়।আটকের পরে তার স্বীকারোক্তি মূলক জবানবন্দি মত তার বাড়িতে অভিযান চালিয়ে একটি এলজি বন্দুক,৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। তবে
নবী হোসাইনের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, মাদক, চুরি সহ ২২টি মামলা রয়েছে বলে নিশ্চিত করেন ওসি মনজুর।
আটককৃত আসামীদেরকে সোমবার বিজ্ঞ আদালতে সোপর্দ্দের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply