1. coxsbazarshomachar@gmail.com : admin :

চকরিয়া থানা সংলগ্ন হিন্দু বাড়িতে ডাকাতির ঘটনায় তিনজন গ্রেপ্তার

  • পোস্টিং সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

চকরিয়া থানা সংলগ্ন হিন্দু বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত তিনজনকে সনাক্তপূর্বক গ্রেপ্তার করা হয়েছে।

চকরিয়া থানা কর্তৃপক্ষ এক প্রেসনোটে জানিয়েছেন, চকরিয়া পৌরসভাস্থ ০৪নং ওয়ার্ডের বাটাখালী শ্রীমন্ত দাশ এর নির্মানাধীন ৭ম তলা খালি বিল্ডিংয়ে (উক্ত বিল্ডিংয়ের উপরের তলায় কেউ বসাবাস করে না আন্ডার গ্রাউন্ডে মালিকের পরিবার বসাবাস করে) রাত ০২.১৫ ঘটিকা হতে ০২.৩০ ঘটিকার মধ্যে অজ্ঞাতনামা ০৭(সাত) জন মুখোশধারী ডাকাত নির্মানাধীন ভবনের উপরে ১ম তলায় মালামাল পাহারায় রাখা দারোয়ান রবি দাশ (৫০), পিতা-মৃত সুখন্দর দাশ’ সাং-ভরামহুরী, ০৪নং ওয়ার্ড, চকরিয়া পৌরসভা, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার’কে ছুরিকাঘাতের ভয় দেখিয়ে আন্ডার গ্রাউন্ডে থাকা দুবাই প্রবাসী শ্রীমন্ত দাশ (৪০), পিতা-মৃত লাল মোহন দাশ এর বসত ঘরের দরজা সু- কৌশলে খুলে ঘরে প্রবেশ করে। ঘরে কোন পুরুষ লোক না থাকায় গৃহকর্তী রুবি দাশ (৩০), স্বামী-শ্রীমন্ত দাশ, তার প্রতিবেশী ভাগিনা সম্পর্কিত বাপ্পু দাশকে মোবাইল ফোনে কল দেয়। ডাকাতরা ঘরে প্রবেশ করে দারোয়ানকে হাত পা বেধেঁ ফেলে এবং হাতের আঙ্গুলে ছুরিকাঘাত করে ভয় দেখায়। গৃহকর্তীকে ছুরির ভয় দেখিয়ে ০৩ (তিন) ভরি স্বর্ণালংকার, ০৪(চার) ভরি রুপার অলংকার, নগদ ১২, ০০০/(বার হাজার) টাকা ডাকাতি করে নিয়ে যায়। ডাকাতরা অনুমান ৩-৫ মিনিট সময় ব্যাপী ডাকাতি করে এবং বাপ্পু দাশ আসার পূর্বে ডাকাতরা চলে যায়।

সকাল বেলায় লোকমূখে সংবাদ পাওয়ার ভিত্তিতে তাৎক্ষণিকভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে চকরিয়া থানার অফিসার ইনচার্জ জনাব মঞ্জুর কাদের ভূঁইয়ার নেতৃত্বে চকরিয়া থানার একাধিক টিম অজ্ঞাতনামা মূখোশধারী ডাকাতদের গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার অভিযান শুরু করে। ডাকাতি সংঘটনের ১৭ ঘন্টার মধ্যে ঘটনাস্থলের আশ-পাশ এলাকার সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে আসামীদের সনাক্ত করে ডাকাতির ঘটনায় সরাসরি জড়িত ০৩ জন আসামী যথাক্রমে ১। মোঃ হানিফ (৪৩), পিতা- মৃত মমতাজ উদ্দিন, মাতা- হামিদা বেগম, সাং- দক্ষিণ বাটাখালী, ৩নং ওয়ার্ড, চকরিয়া পৌরসভা, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার, তিনি ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক প্রচার সম্পাদক, ২। মোঃ নয়ন ওরফে নয়ন চৌধুরী (৪৫) পিতা-মৃত নুরুল আমিন, মাতা-গুলবাহার, সাং-উত্তর কাহারিয়াঘোনা, খন্দাকার পাড়া, ৫নং ওয়ার্ড, চকরিয়া পৌরসভা, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার, তিনি ৫নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি, ৩। মোঃ ইসমাইল (৩৫) পিতা-কবির আহমদ, সাং-উত্তর কাহারিয়াঘোনা, ঘাটপাড়া, ৫নং ওয়ার্ড, চকরিয়া পৌরসভা, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার,৫নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার করে।
অভিযানকালে আসামী মোঃ নয়ন এর দেওয়া তথ্যমতে তার পূর্ব মূখী বসত ঘরের পশ্চিম পার্শ্বে শয়ন কক্ষের ফ্রীজের পিছনে লূকোনো অবস্থায় লুণ্ঠিত ১২,০০০/-টাকার মধ্য হতে বিভিন্ন মানের নোট সর্বমোট ১০,৫০০/-(দশ হাজার পাচঁশত) টাকা উদ্ধার করা হয়। ঘটনার সময় আসামী মোঃ হানিফের পরিহিত গেঞ্জি গ্রেফতারের পর তার পরিধান হতে এবং ঘটনার সময় ব্যাবহৃত তার পায়ের সেন্ডেল তার বসত ঘর হতে জব্দ করা হয়। আসামীদের কোর্টে প্রেরণ করা হয়েছে।
মামলার ঘটনায় জড়িত অপরাপর ডাকাতদের গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য অভিযান চলমান আছে। পরবর্তীতে বাদিনীর অভিযোগের ভিত্তিতে চকরিয়া থানার মামলা নং-৩৫, তারিখ-২৩/০২/২০২৫ইং, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড রুজু করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com
error: Content is protected !!