জিয়াউল হক জিয়াঃ
হাত-পা বাঁধা অবস্থায় মাতামুহুরী নদী থেকে মুহাম্মদ মুজিব (১৫) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পেকুয়া থানা পুলিশ।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ১টার দিকে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের পূর্ব মেহেরনামা মোরারপাড়াস্হ নদীর চর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত-মুজিব (১৫) চকরিয়া উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সিকদার পাড়া এলাকার ওমান প্রবাসী মোহাম্মদ আলীর ছেলে।ছেলেটি পেশায় টমটম চালক।
জানা গেছে, মোরার পাড়াস্হ মাতামুহুরী নদীর চরে সকাল ১১টার দিকে নদীর পানি ভাটার কারণে কমে গেলে কাঁদার ওপর একটি লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে,পুলিশ এসে স্হানীয়দের সহযোগিতা লাশটি উদ্ধার করেছে।এসময় নদীতে জোয়ার আসলে লাশ ভেসে উঠে।এমতাবস্থায় নৌ পুলিশ এসে লাশটি নিয়ে যায়।
নিহতের চাচা জিয়াউর রহমান জানান,মুজিব ঘটনার দিন সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতে বাড়িতে না ফেরায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোন হদিস মেলেনি। মঙ্গলবার সকাল ১১টার দিকে ফেসবুকে দেখি নদীর চরে যুবকের এক মৃতদেহ পড়ে আছে। তখন খবর পেয়ে ঘটনাস্হলে গিয়ে লাশ দেখে আমি শনাক্ত করি। এসময় কান্নায় ভেঙ্গে পড়েছে নিহতের চাচা। এসময় কান্নার স্বরে বলেছে, তার পরিবারের অভাব-অটনের দায়ে ধার-দেনা করে টমটমটি ক্রয় করেছিল। তার আয়ে চলছিল পরিবারের সাংসারিক জীবিকায়নের খরচ। আমার ভাতিজা কার এমন ক্ষতি করেছে তাকে মেরে ফেলতে হবে? হে আল্লাহ এর বিচার করে দেখাও।
অটোরিকশাটি বেড়িবাঁধের উপর পাওয়া গেছে। তবে ব্যাটারী খোলে নিয়ে গেছে। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, লাশটি উদ্ধারের পরে নৌ পুলিশ লাশ নিয়ে গেছে।নিহতের পরিবার আইনগত সহযোগিতা চাইলে,পুলিশ অবশ্যই সহযোগিতা করবে।এরপরও ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
Leave a Reply