মোঃ নাজমুল হুদা, লামাঃ বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়ন এলাকায় SBM নামক ইটভাটায় অবৈধভাবে পাহাড় কাটা ও জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে লামা উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয় কর্তৃক যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
বুধবার (১২ মার্চ ) দুপুরে গজালিয়া -আজিজ নগর সড়কের মধ্য খানে মোবাইল কোর্টে নেতৃত্ব দেন লামা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন ও সহকারী কমিশনার(ভূমি) রূপায়ন দেব এবং প্রসিকিউশন প্রদান করেন মোঃ রেজাউল করিম, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা।
উক্ত মোবাইল কোর্টে SBM ব্রিক ফিল্ডকে পাহাড় কর্তনের দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) লংঘনের দায়ে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা ও জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা ধার্যপূূর্বক আদায় করার পাশাপাশি ৫৪০ (পাঁচশত চল্লিশ) ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা কালে পানি দিয়ে ইটভাটাসমূহের চুল্লির আগুন নিভানোর পাশাপাশি স্কেভেটর দিয়ে চিমনি ও কিলন গুড়িয়ে কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন লামা বন বিভাগ, লামা পুলিশ প্রশাসন ও লামা ফায়ার সার্ভিসের সদস্যগণ। পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানানো হয়।
Leave a Reply