নিজস্ব প্রতিবেদক ::
কক্সবাজার জেলা পরিষদ সমাজের তৃতীয় লিঙ্গের (হিজড়া সম্প্রদায়) দুস্থ ও অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে। জেলা পরিষদের প্রশাসক ও কক্সবাজার জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সালাহউদ্দিন তাদের হাতে ঈদ সামগ্রী তুলে দেন।
ওই সময় জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, তৃতীয় লিঙ্গের মানুষ গুলো সমাজে অবহেলিত হয়। তাদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনতে আমাদের কাজ করতে হবে।
তিনি বলেন, জেলা পরিষদ সব সময় অসহায় ও দুস্থ মানুষের পাশে থাকার চেষ্টা করে। এবারও সমাজের অবহেলিত শ্রেণী হিজড়া সম্প্রদায়ের অধিবাসীদের জন্য ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
তিনি সমাজের ধনাঢ্য ব্যক্তিদের এই ঈদে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।
কক্সবাজার জেলা পরিষদ মিলনায়তনে রোববার (১৬ মার্চ) সকালে আয়োজিত এই ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মারুফসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply