চলতি বছরের মার্চে দেশে ৩.২৯ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশের ইতিহাসে এক মাসে প্রবাসী আয়ের সর্বোচ্চ রেকর্ড।
রোববার (৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১.৯৯ বিলিয়ন মার্কিন ডলার।
২০২০ সালে করোনা মহামারির সময় জুলাই মাসে ২.৫৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল। সেই রেকর্ড ভাঙে গত বছরের ডিসেম্বরে। এই মাসে রেমিট্যান্স এসেছিল ২.৬৪ বিলিয়ন ডলার। মার্চের রেমিট্যান্সের পরিমাণ সেই রেকর্ডও ছাড়িয় গেল।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের (২০২৪–২৫) প্রথম ছয় মাসে (জুলাই–ডিসেম্বর) দেশে রেমিট্যান্স এসেছে ১৩.৭৮ বিলিয়ন ডলার।এছাড়াও চলতি বছরের জানুয়ারিতে ২.১৯ বিলিয়ন ডলার ও ফেব্রুয়ারি মাসে ২.৫৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।
ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, ঈদুল ফিতরকে সামনে রেখে প্রবাসীরা এবার প্রচুর পরিমাণ অর্থ বৈধ চ্যানেলের মাধ্যমে পাঠিয়েছেন। কেবল ২৭-৩১ মার্চেই রেমিট্যান্স এসেছে ৩৪৫ মিলিয়ন ডলার।
Leave a Reply