বার্তা পরিবেশক ঃ
কক্সবাজারের চকরিয়া পৌরশহরের বৃহত্তর চিরিঙ্গা হিন্দু পাড়াস্থ চকরিয়া সার্বজনীন কেন্দ্রীয় হরিমন্দির উন্নয়ন ও পরিচালনার লক্ষ্যে আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মন্দিরের প্রতিষ্ঠাতা সংগঠন চিরিঙ্গা হিন্দু পাড়া যুবকল্যাণ সমিতির সভাপতি ধনরঞ্জন দাশ মিঠু ও সাধারণ সম্পাদক মিলন কান্তি দাশ স্বাক্ষরিত আদেশে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে সভাপতি করা হয় সুশীল পাড়ার বাসিন্দা ও পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি এস তরুণ শীল ও নাথ পাড়ার বাসিন্দা সাংবাদিক ছোটন কান্তি নাথকে সাধারণ সম্পাদক করা হয়েছে। আদেশে বলা হয়- সুবিধাজনক সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সমিতির নিকট জমা দিতে।
এদিকে এই উপলক্ষে চকরিয়া সার্বজনীন কেন্দ্রীয় হরিমন্দির প্রাঙ্গনে মঙ্গলবার রাতে বৃহত্তর চিরিঙ্গা হিন্দু পাড়া, সুশীল পাড়া, নাথ পাড়াসহ বৃহত্তর সমাজের প্রবীণ বাসিন্দাসহ সর্বস্তরের লোকজনের উপস্থিতিতে যুবকল্যাণ সমিতির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সমিতির সিনিয়র সহ-সভাপতি শ্রী রূপন কান্তি দে। উপস্থিত ছিলেন উপদেষ্টা শ্রী অনিবাঁশী দাশ, হারাধন দাশ, মন্টু বসাক, সমিতির সাধারণ সম্পাদক মিলন কান্তি দাশ, অর্থ সম্পাদক বিমল দাশ বিন্দা, শম্ভু দাশ, সাধন নাথ, তেজেন্দ্র নাথ, বিজয় নাথ, সাধন বসাক, সুনীল কান্তি নাথসহ তিন পাড়ার তথা হিন্দু পাড়া, নাথ পাড়া, সুশীল পাড়াসহ সমাজের সর্বস্তরের মুরব্বীসহ সকল শ্রেণির লোকজন উপস্থিত ছিলেন। মন্দিরের সার্বিক উন্নয়ন ও পরিচালনায় উপস্থিত সকলেই সার্বজনীন এই কমিটির পক্ষে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।
Leave a Reply