1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
চকরিয়ায় সাংবাদিক শাহ আলমের উপর হামলা ও রাইচমিল লুটের ঘটনায় দুই মামলা লামায় দুর্বৃত্তের আগুনে পুড়ে গেল অসহায় পরিবারের বসতঘর হারবাং ইউনিয়নের প্রবীণ বিএনপি নেতা নুরুল আলমের মৃত্যুতে সালাহ উদ্দিন আহমদের শোক বমুর মূখ বাঁশ বাজার খোলা ইজারা নিলাম সম্পন্ন খুটাখালীতে নিজ ঘরে আগুন দিয়ে জিয়াবুল গংকে ফাঁসানোর চেষ্টা! পার্বত্যাঞ্চলে ১২এপ্রিল থেকে শুরু হচ্ছে বৈশাখী উৎসব চকরিয়া সার্বজনীন কেন্দ্রীয় হরিমন্দির উন্নয়ন ও পরিচালনা কমিটিতে বিএনপি নেতা তরুণ শীল সভাপতি, সাংবাদিক ছোটন কান্তি নাথ সম্পাদক নির্বাচিত বান্দরবান লামায় দুই তামাক চাষিসহ ৯ জন অপহরণ ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মার্চ মাসে রেকর্ড ৩.২৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে

খুটাখালীতে নিজ ঘরে আগুন দিয়ে জিয়াবুল গংকে ফাঁসানোর চেষ্টা!

  • পোস্টিং সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

জিয়াউল হক জিয়া :

চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্ব পাড়া এলাকার সিরাজুল হক সওদাগর নিজেই ঘরে আগুন দিয়ে উদ্দেশ্য মূলক জিয়াবুল হক গং পরিবারকে মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে।

বুধবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে খুটাখালীর পূর্ব পাড়ায় নাটকীয় এঘটনা ঘটেছে।
সিরাজুল হক সওদাগর ওই এলাকার মৃত মতিউর রহমানের ছেলে।

অভিযোগকারী-জিয়াবুল হক একই এলাকার মৃত আব্দু সামাদের ছেলে।
ভুক্তভোগী অভিযোগকারী জিয়াবুল হক জানান-আমি পেশায় একজন কৃষক। আমার দাদা মরহুম ফজল করিমের নামে আরএস খতিয়ান নং-৩৫৭,দাগ নং-১৬৩৮ মূলে অনুমতি দখল আমার পিতা মৃত আব্দু সামাদের নামে বিএস খতিয়ান নং-৬৭,দাগ নং-২৭৮০ মূলে আমরা ২০শতক জায়গা দাবিদার।

এবিষয়ে কক্সবাজার বিজ্ঞ জজ আদালত মামলা চলমান,যার মামলা নং-৮৬/২০১৯ইং।এই মামলাটি বর্তমানে মহামান্য হাইকোর্টের স্ট্রে অর্ডার বিদ্যামান।ফলে জায়গাটি অভিযুক্ত সিরাজুল হক সওদাগর অবৈধভাবে দখল করে। পরে সেই জায়গা ছেড়ে না দিয়ে সিরাজ পাঁকা দালান আর সীমানা প্রাচীর দেওয়ার কাজ শুরু করলে আমি ও আমরা কাজ বন্ধ রাখার জন্য অভিযোগ দায়ের করি। থানার তদন্ত কর্মকর্তা কাজ বন্ধ রাখার তাগাদ দিলে সিরাজ গতরাতে গোপনে তার পুরাতন ঘরে আগুন দিয়ে আমাদেরকে ফাঁসানোর তদবির চালাচ্ছেন। সিরাজ যখন এঘটনা করেছে,তাহলে আরো ভিন্নরুপ ঘটনা ঘটিয়ে ফাঁসানোর চেষ্টা করবে। সব মিলিয়ে যেন আমাদেরকে জায়গা ছেড়ে দিতে না হয়। সেইভাবে পরিকল্পনার বৈঠক করেই চলছে। তাই আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করছি।

বৃহস্পতিবার বিকেল আড়াইটার দিকে পুড়ানো ঘর দেখানোর জন্য তদন্ত কর্মকর্তা এএসআই হান্নানকে আনেন সিরাজ। তদন্ত কর্মকর্তা ঘটনাস্হলে এসে পাশ্ববর্তী লোক রাশেদের কাছ থেকে জানতে চাইলে রাশেদ পুলিশকে জবাববন্দি দেওয়াকালে সিরাজ শক্ত কাঠ নিয়ে মারতে উঠেছে বলে জানান রাশেদ।

ঘরে আগুন লাগানো সিরাজুল হক সওদাগর প্রতিবেদককে জানান-আপনার সাথে দেখা হলো ভাল হয়েছে। আমি আমার জায়গাতে একটি পাকা দালান নির্মাণ করছি। এমতাবস্থায় পাশ্ববর্তী জিয়াবুল গং আমার ক্রয়কৃত বসতভিটা থেকে ২০শতক জায়গা দাবি করে। তাদের কথা কর্ণপাত না করে যখন ঘরের কাজ করছি। তখন তারা কাজ বন্ধ করার জন্য আমার পুরাতন ঘরটি রাতে আগুন লাগিয়ে দেয়।এবিষয়ে তিনি আদালতে মামলা দায়ের করেন বলে জানান।

চকরিয়া থানার এএসআই হান্নান বলেন-সিরাজের বসতভিটার ভিতরে জিয়াবুল গং এর খতিয়ানি জায়গা আছে মর্মে থানায় একটি অভিযোগ দায়ের করেছিল। এবিষয়ে আমি উভয়পক্ষকে উকিল মতামত নিয়ে আগামী শনিবার বৈঠকে বসার দিন ধার্য্য করি। বৈঠকের আগেই ঘর পুড়ানোর ঘটনা।তখন বিষয়টি সিরাজ থানায় এসে আমাকে জানালে আমি গিয়ে পাশ্ববর্তী লোকজন থেকে জিজ্ঞেসাবাদ করার ফাঁকে সিরাজ এক লোকের সাথে মিথ্যা তথ্য দিচ্ছে বলে রেগেমেগে লোকটাকে ঝাটকিয়েছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com
error: Content is protected !!