মোঃ নাজমুল হুদা, লামাঃ লামার পার্শ্ববর্তী ঐতিহ্যবাহি চকরিয়ার ৪ নং বমু বিলছড়ি ইউনিয়ন পরিষদের বাৎসরিক খোলা বাজারে ইজারা নিলাম ৩য় বারে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর ২ টায় পরিষদের অফিস সবার অংশগ্রহণ শেষ হয়েছে। এতে অনেকের উপস্থিতি লক্ষ করা গেলেও নিলামে অংশ নেন মাত্র ৬ জন ইজারাদার।
ডাক ডাকাডাকিতে এতে মোঃ মাঈনুদ্দীন (পিপলু) নামে এক ইজারাদার সর্বোচ্চ ৯ লক্ষ ২১ হাজার টাকার বিনিময়ে এক ব্যক্তি আগামী এক (১) বছরের জন্য বমু বিলছড়ি ইউনিয়ন সব পয়েন্ট এর উজারাদার হিসেবে প্রাপ্ত হন।
এতে উপস্থিত ছিলেন পরিষদের প্রশাসক ও চকরিয়ার মেরীন ফিসারিজ অফিসার এ জেড এম মোসাদ্দেকুল ইসলাম,প্রশাসনিক কর্মকর্তা সচিব নুরউদ্দীন, ইউপি মেম্বার মহিলা ও পুরুষগণ, দফাদার আব্দুল মান্নান,রাজনৈতিক, সুশীল সমাজ, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এ সময় বমু বিলছড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসক এ জেড এম মোসাদ্দেকুল ইসলাম জানান, এ রকম পরিষদের আয়ের উৎস হতে পরিষদের সদস্যদের সম্মানী ভাতা ও বিভিন্ন উন্নয়ন মূলক কাজে ব্যবহার করা হবে।
মূখ বাঁশ বাজার খোলা ইজারা নিলাম সম্পন্ন
মোঃ নাজমুল হুদা, লামাঃ লামার পার্শ্ববর্তী ঐতিহ্যবাহি চকরিয়ার ৪ নং বমু বিলছড়ি ইউনিয়ন পরিষদের বাৎসরিক খোলা বাজারে ইজারা নিলাম ৩য় বারে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর ২ টায় পরিষদের অফিস সবার অংশগ্রহণ শেষ হয়েছে। এতে অনেকের উপস্থিতি লক্ষ করা গেলেও নিলামে অংশ নেন মাত্র ৬ জন ইজারাদার।
ডাক ডাকাডাকিতে এতে মোঃ মাঈনুদ্দীন (পিপলু) নামে এক ইজারাদার সর্বোচ্চ ৯ লক্ষ ২১ হাজার টাকার বিনিময়ে এক ব্যক্তি আগামী এক (১) বছরের জন্য বমু বিলছড়ি ইউনিয়ন সব পয়েন্ট এর উজারাদার হিসেবে প্রাপ্ত হন।
এতে উপস্থিত ছিলেন পরিষদের প্রশাসক ও চকরিয়ার মেরীন ফিসারিজ অফিসার এ জেড এম মোসাদ্দেকুল ইসলাম,প্রশাসনিক কর্মকর্তা সচিব নুরউদ্দীন, ইউপি মেম্বার মহিলা ও পুরুষগণ, দফাদার আব্দুল মান্নান,রাজনৈতিক, সুশীল সমাজ, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এ সময় বমু বিলছড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসক এ জেড এম মোসাদ্দেকুল ইসলাম জানান, এ রকম পরিষদের আয়ের উৎস হতে পরিষদের সদস্যদের সম্মানী ভাতা ও বিভিন্ন উন্নয়ন মূলক কাজে ব্যবহার করা হবে।
Leave a Reply