মোঃ নাজমুল হুদাঃ ১৪৩২ বঙ্গাব্দকে বরণ করে নিতে বান্দরবানে আয়োজন করা হয় বর্ণাঢ্য আনন্দ র্যালি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সোমবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় বৈচিত্র্যময় সাংস্কৃতিক অনুষ্ঠান।
নববর্ষের এই র্যালিতে অংশ নেন চিরায়ত বাঙালি ঐতিহ্যের পোশাক পরা লোকজন এবং বান্দরবানে বসবাসরত ১১টি পাহাড়ি জাতিসত্তার নারী-পুরুষ, যারা নিজস্ব পোশাক-পরিচ্ছদে সজ্জিত হয়ে র্যালিকে আরও বর্ণিল করে তোলেন।
অনুষ্ঠানে বাঙালিসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীরা পরিবেশন করেন নিজ নিজ সংস্কৃতির ঐতিহ্যবাহী নৃত্য, গান ও পরিবেশনা। তাদের নান্দনিক উপস্থাপনায় মুগ্ধ হয়ে অনুষ্ঠান উপভোগ করেন হাজারো দর্শক।
র্যালি শুরুর আগে জাতীয় সংগীত পরিবেশন, বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে ১৪৩২ বাংলা নববর্ষের উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক শামীম আরা রিনি এবং পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার।
সার্বিক আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নববর্ষের এই প্রাণবন্ত আয়োজন জেলা জুড়ে আনন্দ-উল্লাসের এক নতুন মাত্রা যোগ করেছে।
Leave a Reply