1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
খুটাখালীতে ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন অবশেষে অপহ্নত শিশু বাপ্পি মুক্তিপণের বিনিময়ে মুক্ত চকরিয়ার ধানসিঁড়ি আর গ্রীনচিলি রেস্টুরেন্টের কর্তৃপক্ষকে জরিমানা নাইক্ষ্যংছড়ি বাইশারীতে ৭ বছরের শিশু অপহরণ চকরিয়ায় মাদক সেবনরত ১০ ব্যক্তি আটকঃ প্রত্যেককে কারাদণ্ড প্রদান সংবাদ সম্মেলনে ন্যায়বিচার দাবী চকরিয়ায় প্রতিপক্ষের হামলার শিকার হয়েও সাজানো মামলায় হয়রানির অভিযোগ পেকুয়ায় শের আলী মাস্টার পাড়া সড়ক এখন মরণফাঁদ!দেখার কেউ নেই খুটাখালীতে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু গজালিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

চকরিয়ায় ভূয়া নৌ-বাহিনীর সদস্য পরিচয়কারী নারী-পুরুষ গ্রেফতার

  • পোস্টিং সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

জিয়াউল হক জিয়াঃ

কক্সবাজারের চকরিয়ায় ভূয়া নৌ-বাহিনীর সদস্য পরিচয়দানকারী দুই নারী-পুরুষকে গ্রেফতার করেছে চকরিয়া থানা পুলিশ।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে চকরিয়া পৌরসভার চিরিংগা বানিজ্য কেন্দ্রের আনোয়ার শপিং কমপ্লেক্সের স্বপ্নছোঁয়া ইভেন্ট ম্যানেজমেন্ট এর সামনে থেকে তাদেরকে আটক করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ মিজান (৩৬) রাজবাড়ী জেলার পাংশা থানার বিষ্ণুপুরের শ্বশুর ইউনুস মন্ডলের বাড়ীর বাভাটিয়া প্রকৃত ঠিকানা কিশোরগঞ্জ জেলার তারাইল থানার তাইনজাঙ্গা ইউনিয়নের ভাটগাঁও গ্রামের মৃত মোন্তাজ উদ্দিনের ছেলে ও মৌসুমী বেগম প্রঃ মৌ (২৭) পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর থানার ৬নং ওয়ার্ডের পিয়ন বাড়ির মেয়ে এবং মিজানের স্ত্রী।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান,তাদের হাতে ওয়াকিটকি সেট সহ নিজেকে নৌ-বাহিনীর সৈনিক পরিচয় দিয়ে আনোয়ার শপিং সেন্টারের স্বপ্নছোঁয়া ইভেন্ট ম্যানেজমেন্ট ফটোগ্রাফির দোকান হতে ক্যামেরা ভাড়া নেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে তাদের কথাবার্তা সন্দেহজনক মনে হলে তাদের অজান্তে থানায় খবরটি দেন দোকানদার। পরে পুলিশ তাদের দোকানটির সামনের রাস্তা থেকে আটক করা হয়।
পরে জিজ্ঞেসবাদসহ তাদের নিজ থানা থেকে খোঁজ নিলে জানা যায়,তারা প্রতারক। বিভিন্ন এলাকা গিয়ে এভাবে ক্যামেরা ভাড়া নিয়ে গিয়ে ফেরত না দেওয়ার বিষয়ে অভিযোগে ও মামলা রয়েছে মর্মে সত্যতা স্বীকার করেন গ্রেফতারকৃতরা। গ্রেফতার করার সময় ১নং আসামী মিজানের হাতে ১টি কালো রংয়ের এন্টিনা বিহীন Motorola ওয়াকিটকি ওয়ারলেস সেট, যাহার মডেল নং—১টি AAH25KDH9AA6ANFD, Fcc ID: AZ489FT3794, SERIAL NO: 749HEJC275, (ii) ১(এক)টি Suzuki GIXXER 150 (BLUE) মোটরসাইকেল, যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ল-২৪-৯৬৮৬ (যাহার হেড লাইটের শেডের উপরে পিবিআই এর মনোগ্রাম সম্বলিত স্টিকার সংযুক্ত)।

সিডিএমএস পর্যালোচনায় দেখা যায় ১নং আসামী মোঃ মিজান এর বিরুদ্ধেঃ-ঝিনাইদহ সদর থানার ,এফআইআর নং-৭, জি আর নং-৪৬২/২৪ইং, রাজবাড়ী সদর থানার ,এফআইআর নং-১৩/৪৬, জি আর নং-৪৬/২১ইং,মাদারীপুর এর শিবচর থানার ,এফআইআর নং-২/২, জি আর নং-০২/২১ইং,কুষ্টিয়া সদর থানার ,এফআইআর নং-১২, জি আর নং-৬৯/২৩ইং,পাবনা সদর থানার ,এফআইআর নং-২১/৭৮৬, জি আর নং-৭৮৬/২০ইং ও কিশোরগঞ্জ এর তারাইল থানার ,জি আর নং-৩১৯/২২ইং রয়েছে।এছাড়াও আসামীদ্বয়ের বিরুদ্ধে চকরিয়া থানার মামলা নং-৩৯/১৮৩/২৫ইং রেকর্ড করা হয়েছে।গ্রেফতারকৃতদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com
error: Content is protected !!