জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীর গর্জনতলী এলাকার জাল নোট তৈরীর কারখানায় অভিযান চালিয়ে সরঞ্জামাদি এবং কাঁচামাল সহ ২ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৫ কক্সবাজার ক্যাম্প।
গ্রেফতারকৃতরা হলেন-মোঃ সুলতান (৫৪) চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গর্জনতলী এলাকার আব্দুর রহমানের ছেলে ও জাফর আলম (৩৩) ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সবুজ ছাঁয়া এলাকার মীর আহমদের ছেলে।
গত মঙ্গলবার (২২ এপ্রিল) বিকালের দিকে দীর্ঘ সময় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
র্যাবের গোয়েন্দা তথ্য মতে কিছু অসাধু জাল নোট ব্যবসায়ী কক্সবাজারের বিভিন্ন এলাকায় জাল নোট তৈরীর কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, গত মঙ্গলবার বিকালে র্যাব-১৫ এর একটি টিম খুটাখালীর গর্জনতলী এলাকায় জাল নোট তৈরির কারখানায় অভিযান চালিয়ে ২ব্যবসায়ীকে আটক সহ সরঞ্জামাদি এবং বিভিন্ন আলামত উদ্ধার করেছি। উদ্ধারকৃত সরঞ্জামাদি হলো-১ হাজার টাকার জাল নোট আকারের কাগজ ২৭ বান্ডিল। প্রতি বান্ডিলে ১৮০ পিস করে, সাদা কসটেপ মোড়ানো ১৫টি প্যাকেট, যার প্রতিটির গায়ে মেড ইন জাপান সীল দেওয়া আছে।৫ শত টাকার জাল নোট আকারের কাগজ ৩৩ বান্ডিল। প্রতি বান্ডিলে ১৮০ পিস করে, সাদা কসটেপ মোড়ানো ৯টি প্যাকেট, যার প্রতিটির গায়ে মেড ইন জাপান সীল দেওয়া আছে। জাল নোট তৈরীর যন্ত্র ১ সেট।ল্যামেন্টিং পেপার ৫০ পিসসহ অন্যান্য মামলাল উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য-আটককৃত সুলতানের বিরুদ্ধে সম্প্রতি জাল নোট ব্যবসার দায়ে মামলাও রয়েছে বলে জানা গেছে।
গ্রেফতারকৃত আসামীদের আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply