1. coxsbazarshomachar@gmail.com : admin :

বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে ২১ কিলোমিটার হিল ম্যারাথন অনুষ্ঠিত 

  • পোস্টিং সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

মোঃ নাজমুল হুদা, বান্দরবানঃ বান্দরবানে অনুষ্ঠিত হলো ২১ কিলোমিটার দীর্ঘ হিল ম্যারাথন। শনিবার ( ২৬ এপ্রিল) ভোর সাড়ে ৫টায় বান্দরবান পৌর এলাকার রাজার মাঠ থেকে শুরু হয়ে পাহাড়ের উচু নিচু সড়ক পেরিয়ে সুয়ালক আনসার ক্যাম্প পর্যন্ত গিয়ে আবার রাজার মাঠে ফিরে এই ম্যারাথন সকাল ১০টায় শেষ হয়।

বান্দরবান স্পোর্টস ডেভেলপমেন্ট ফোরাম ও বান্দরবান হিল রার্নাস এর যৌথ আয়োজনে এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, বান্দরবান সেনা রিজিয়ন, সদর সেনা জোন ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় প্রথম বারের মতো এই হিল ম্যারাথন অনুষ্টিত হয়।

এবারের প্রতিযোগিতায় বান্দরবান জেলার পাশাপাশি দেশের বিভিন্ন জেলার ৩০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
বান্দরবান-চট্টগ্রাম সড়ক ধরে রাজার মাঠ থেকে শুরু করে সুয়ালক পর্যন্ত ২১কিলোমিটার পথ অতিক্রম করেন ক্রীড়াবিদরা।

ম্যারাথনে প্রথম স্থান অর্জন করেন মৌলভীবাজারের কুলাউরা থানার আশরাফুল আলম, যিনি ১ ঘণ্টা ২২ মিনিট সময় নিয়ে দৌড় শেষ করেন। ২য় হয়েছেন খুলনা সদরের পলাশ শেখ (সময়: ১ ঘণ্টা ২৮ মিনিট) এবং তৃতীয় হয়েছেন সুনামগঞ্জের রায়হান উদ্দিন (সময়: ১ ঘণ্টা ৩০ মিনিট)।

আশরাফুল আলম জানান, তিনি এর আগে ১৩০ বারেরও বেশি দেশে ও আন্তর্জাতিক ম্যারাথনে অংশগ্রহণ করেছেন এবং ভারতে ৪২ কিলোমিটার ম্যারাথনে চ্যাম্পিয়ন হয়েছেন।
এই ম্যারাথনে অংশ নেন ৮ নারী ক্রীড়াবিদ। তাদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আয়েশা আক্তার জুলি জানান, তিনি সাধারণ ক্যাটাগরিতে নারীদের মধ্যে প্রথম হয়েছেন। এবারই প্রথম তিনি পাহাড়ি এলাকায় ম্যারাথনে অংশ নেন, এর আগে তিনি দেশের বিভিন্ন স্থানে মোট ১২বার ম্যারাথনে অংশগ্রহণ করেছিলেন।

এবারের প্রতিযোগিতায় সবচেয়ে বয়স্ক প্রতিযোগী ছিলেন গাজীপুর থেকে আসা ৭৮বছর বয়সী আব্দুল জব্বার ভূঁইয়া। তিনি এর আগে দেশের বিভিন্ন এলাকায় ৪২বার ম্যারাথনে অংশ নিয়েছেন, হিল ম্যারাথনে এটি তার দ্বিতীয়বার অংশগ্রহণ বলে জানান তিনি।

ম্যারাথন শেষে রাজারমাঠে এক সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য এ্যাডভোকেট উবাথোয়াই মারমা,সদস্য মো:নাছির উদ্দিন, বসদস্য এ্যাডভোকেট আবুল কালাম, দৈনিক সচিত্র মৈত্রী পত্রিকার সম্পাদক অধ্যাপক মো: ওসমানগণি, বান্দরবান স্পোর্টস ডেভেলপমেন্ট ফোরাম এর সভাপতি অংচ মং মারমা, বান্দরবান হিল ম্যারাথনের আহবায়ক মো:সোহেল,মো: কাউসার’সহ দেশের বিভিন্নস্থানের ক্রীড়াবিদরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com
error: Content is protected !!