নিজস্ব প্রতিবেদকঃ
অস্বচ্ছল ও আইনী সুবিধা পেতে অর্সমথ নাগরিকদের সরকারি খরচে আইনী সহায়তা দেওয়ার সুবিধা প্রান্তিক জনগোষ্ঠীর দ্বোর গোড়ায় আরো ব্যাপকভাবে পৌঁছে দিতে হবে। যাতে আইনের সমান সুযোগ পাওয়ার প্রত্যেকের সাংবিধানিক অধিকার সুনিশ্চিত হয়।
সোমবার (২৮ এপ্রিল) জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মুনসী আব্দুল মজিদ একথা বলেন।
তিনি আরো বলেন, নিয়মিত আদালতে মামলা দায়ের করে মামলার দীর্ঘসুত্রিতার বিড়ম্বনা পোহানোর চেয়ে এডিআর এর মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা অনেক শ্রেয়। মামলার মাধ্যমে কোন সমস্যার সমাধান হয়না, এডিআর এর মাধ্যমে বিরোধ নিষ্পত্তি হলে সমস্যার সমাধান হয়। রোগের চিকিৎসার আগে যেমন রোগ প্রতিরোধ করা উত্তম। তেমনি নিয়মিত আদালতে মামলা না করে এডিআর (অলটারনেটিভ ডিসপুট রেজুলেশন) এর মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা অনেক উত্তম। তিনি আরো বলেন, লিগ্যাল এইড আইন দেশের সকল নাগরিকের বিচার পাওয়ার সাংবিধানিক অধিকারের পরিপূর্ণতা এনে দিয়েছে।
“দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই” প্রতিপাদ্য নিয়ে কক্সবাজার জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কক্সবাজার লিগ্যাল এইড অফিসের সার্বিক কার্যক্রম নিয়ে স্বাগত বক্তব্য রাখেন, কক্সবাজারের জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ সাজ্জাতুন নেছা লিপি। সিনিয়র সহকারী জজ সায়মা আফরীন হীমা’র সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের বক্তব্য রাখেন, কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোহাম্মদ ওসমান গণি, কক্সবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আক্তার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. কনিনীকা দস্তিদার, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ছৈয়দ আলম, জিপি অ্যাডভোকেট শামশুল হুদা, পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান, ইউএনডিপি’র কক্সবাজার অফিস প্রধান ভার্ডন হোফজা, প্যানেল আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী। এসময় কক্সবাজার লিগ্যাল এইড অফিসের উপকারভোগী সাথী সুলতানা ও হোসনে আরা তাদের অনুভূতি ব্যক্ত করেন।
সভায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোহাম্মদ ওসমান গণি বলেন, আদালতে বিচারকদের কঠোর পরিশ্রমের মাধ্যমে যতো মামলা নিষ্পত্তি হয়, আবার একই সময়ে তার চেয়েও বেশি মামলা দায়ের হয়। তাই মামলা জট কমাতে লিগ্যাল এইড এর মাধ্যমে এডিআর পদ্ধতির গুরুত্ব খুব বেশি। সকলেই যাতে বিচার পায়, সেজন্য লিগ্যাল এইড এর সৃষ্টি। এজন্য লিগ্যাল এইডের সার্বিক কার্যক্রম আরো অধিকতর গতিশীল করতে হবে।
সভায় কক্সবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আক্তার হোসেন বলেন, সকল নাগরিকের তাঁর অধিকার সম্পর্কে জানারও অধিকার রয়েছে। বিরোধ নিয়ে নিয়মিত বিচারিক কার্যক্রমে যাওয়ার আগে সমঝোতা ও আপোষ মিমাংসার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করার বিষয়টি হতে হবে বিচারক ও আইনজীবীদের প্রধান উদ্দেশ্য। তিনি বলেন, সমাজের কোন একটি অংশ পিছিয়ে থাকলে গণতন্ত্র পূর্ণতা পাবেনা। তাই সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের সম্মিলিতভাবে এগিয়ে যেতে হবে।
আলোচনা সভার শুরুতে কক্সবাজার লিগ্যাল এইড অফিসের কার্যক্রম নিয়ে জেলা লিগ্যাল এইড অফিসার সাজ্জাতুন নেছা লিপি’র পরিচালনায়, সহকারী জজ মোঃ রুহুল আমিন ও মোঃ ওমর ফারুকের তত্বাবধানে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা আইআরসি’র সহায়তায় একটি চমৎকার ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। সভায় অর্থসহ কোরআন তেলাওয়াত করেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আখতার জাবেদ, গীতা পাঠ করেন সিনিয়র সহকারী জজ প্রবাল চক্রবর্তী ও ত্রিপিটক পাঠ করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শ্রীজ্ঞান তঞ্চঙ্গা। আলোচনা সভায় শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী যথাক্রমে পুরুষ ক্যাটাগীরতে অ্যাডভোকেট আবদুর রশিদ ও মহিলা ক্যাটাগরীতে অ্যাডভোকেট ইয়াসমিন শওকত জাহান রোজী’কে পুরস্কার প্রদান করা হয়।
এর আগে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন উপলক্ষে কক্সবাজার জেলা জজ আদালত প্রাঙ্গণে সোমবার সকাল সাড়ে ৮ টায় কবুতর ও বেলুন উড়িয়ে র্যালী ও দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মুনসী আব্দুল মজিদ। এসময় অন্যান্যের মধ্যে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্ উদ্দিন, সিভিল সার্জন ডা. মোহাম্মদুল হক প্রমুখ উদ্বোধনী অনুষ্ঠান ও র্যালীতে অংশ নেন। উদ্বোধনের পর বাদ্যবাজনা, ঘোড়ার গাড়ি সহ বর্ণাঢ্য র্যালীটি কক্সবাজার শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে।
দিবসটি উপলক্ষে লিগ্যাল এইড এর তাৎপর্য তুলে ধরে বিচারক ও আইনজীবীদের বাণী ও লেখা নিয়ে কক্সবাজারের বহুল প্রচারিত পত্রিকা দৈনিক কক্সবাজার ও দৈনিক সৈকত সোমবার (২৮ এপ্রিল) ক্রোড়পত্র বের করে।
কক্সবাজারে দিবসের দিনব্যাপী পালিত অন্যান্য কর্মসূচীর মধ্যে রয়েছে স্বেচ্ছায় রক্তদান, ফ্রী ব্লাড গ্রুপিং, ফ্রী মেডিকেল চিকিৎসা সেবা, ওজন পরিমাপ, ডায়াবেটিস পরীক্ষা, আইনী বইপত্র ও লিগ্যাল এইড সংক্রান্ত বইপত্রের স্টল, লিগ্যাল এইড মেলা অনুষ্ঠিত হয়। কক্সবাজার জেলা জজ আদালত প্রাঙ্গণে দিনব্যাপী মেলা ও এসব অনুষ্ঠানমালা চলে।
অনুষ্ঠানমালায় বিচারকদের মধ্যে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম আদালতের বিচারক যথাক্রমে মোঃ রবিউল আলম, মামুনুর রশিদ, মোহাম্মদ আবদুল কাদের, মোহাম্মদ রহমত আলী ও নিশাত সুলতানা, যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম ও দ্বিতীয় আদালতের বিচারক যথাক্রমে মোঃ আমিরুল হায়দার চৌধুরী ও মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইরফানুল হক চৌধুরী, সিনিয়র সহকারী জজ মৈত্রী ভট্টাচার্য, সহকারী জজ মোহাম্মদ বেলাল উদ্দিন, জেল সুপার জাবেদ মেহেদী, আইনজীবী, জেলার বিভিন্ন সরকারি দফতর ও সংস্থার প্রতিনিধি, জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধি, জাতীয় ও আন্তজার্তিক বেসরকারি সংস্থার প্রতিনিধি, বিশিষ্টজন, গণমাধ্যম কর্মী, লিগ্যাল এইড কমিটির সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply