নিজস্ব প্রতিবেদকঃ
চকরিয়ায় সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজি’র দুইজন যাত্রী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার সুরাজপুর–মানিকপুর ইউনিয়নের সুরাজপুর ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চকরিয়া উপজেলার লক্ষ্যারচর জিদ্দাবাজার এলাকার মৃত আফজল আহমদের পুত্র (খোরশেদ আলম মেম্বারের ছোট ভাই) শহীদুল ইসলাম (৩১) ও পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ফজু মিয়াজির চর এলাকার মৃত কফিল উদ্দিনের পুত্র মোহাম্মদ কায়সার (৩৫)।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, পার্শ্ববর্তী বান্দরবানের লামা উপজেলার ইয়ংছা থেকে সিএনজি টেক্সি যোগে চকরিয়ার দিকে আসছিলেন তারা। পথিধ্যে সুরাজপুর ইউনিয়ন এলাকায় মাঝের ফাঁড়ি ব্রিজ সংলগ্ন পূর্ব পার্শ্বে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে টেক্সিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজন সিএনজি যাত্রী ঘটনাস্থলে মারা যান ও অপর একজন আহত হয়েছেন। রাত পৌনে ২টা পর্যন্ত পুলিশের দল ঘটনাস্থলে অবস্থান করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ দুটি আজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।
Leave a Reply