জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে অটোরিকশা চালক শাহীনুল ইসলাম সাগর (১৭) কে হাত,পা,মুখ বেঁধে বেদড়ক মারধর করে চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীরা। পরে তাকে মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যান গর্জনতলী নামক এলাকার জঙ্গলে ফেলে দেন তারা।
গত ১২ মে রাত ৯টার দিকে স্হানীয় লোকজনের দেওয়া খবরে তাকে উদ্ধার করা গেলেও ১৯মে শেষ খবর পাওয়া পর্যন্ত তার গুরুতর অসুস্থতা কাটেনি।
আহত-শাহীনুল ইসলাম সাগর(১৭) উপজেলার খুটাখালী ইউপির ৬নং ওয়ার্ডের সেগুনবাগিচা এলাকার মুত রবিউল ইসলামের ছেলে।
,আহতের মা শাহারিনা বেগম জানান-আমার এলাকার ইলিয়াস সওদাগরের ছেলে মোঃ রিয়াজ উদ্দিন গত ১৫দিন আগে আমার বড়ছেলে অটোরিকশা চালক সাগরকে তার অটোরিকশা দিয়ে ইয়াবা পাচার করার প্রস্তাব দেন।তখন আমার ছেলে বিষয়টি আমাকে জানালে আমি ছেলেকে এমন কাজে জড়িত না হওয়ার জন্য নিষেধ করি।আমার কথা মত সাগর তাকে পারবে না বলে জবাব দেয়।এরই জের ধরে রিয়াজ গত ১২মে একই এলাকার মোকতার (ভুলা মোকতার) এর ছেলে ইমরান ও জসিম উদ্দিনকে দিয়ে আমার ছেলের গাড়ীটি ঈদগাঁও স্টেশনে যাওয়ার জন্য ভাড়া করে নিয়ে যান।যাওয়ার পথে ফকিরা বাজার যাওয়ার একটু আগে ছেলেকে বিষাক্ত কিছু নিঃশ্বাসে ছুঁই দিয়ে অজ্ঞান করে।তারপর তাকে শক্ত কিছু একটা দিয়ে বেদড়ক মারধর করে।মরে গেছে মনে করে গর্জনতলী জঙ্গলে ফেলে দেন।স্হানীয় লোকের দেওয়া খবরে আমি এলাকার কিছু লোকজন নিয়ে ছেলেকে উদ্ধার করি।হাত,পা ও মুখ খুলে মাথায় পানি দিলে আমার ছেলে ২/১ মিনিট কথা বলার ফাঁকে এসব তথ্য জানিয়েছেন।এমতাবস্থায় আবারো ছেলে অজ্ঞান হয়ে পড়লে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি দিয়ে চিকিৎসা করি।চিকিৎসক ২দিন পরে সদরে রেফার করলে,সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা করি।চিকিৎসার উন্নতি না হওয়াতে গত ১৭ তারিখে রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।টাকা না থাকায় আমি ছেলেকে নিয়ে বাড়িতে চলে আসি।কিছু টাকা সংগ্রহ করার পর আজ ১৯ মে রাতে ছেলে নিয়ে চট্টগ্রাম যাওয়ার জন্য রওনা দিচ্ছি বলে জানান।
উদ্ধারকারী-মোঃ ইউনুছ,সাজেদা বেগম ও মোঁ ফারুক জানান-আমরা আরো লোকজন তার মায়ের সাথে গিয়ে গর্জনতলীর জঙ্গল থেকে তাকে অজ্ঞানবস্হায় করেছি।তখন সাগর একটু কথা বলার পরে অজ্ঞান হয়ে যায়।তখন তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্হা করেছি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন-এধরণের ঘটনা আগে শুনেনি।এখন আপনার থেকে শোনলাম। লিখিত অভিযোগ ফেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
Leave a Reply