মোঃ নাজমুল হুদা, লামাঃ চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) এর আওতায় বান্দরবানের লামা উপজেলায় ২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। প্রযুক্তিনির্ভর শিক্ষার অগ্রযাত্রায় এ উদ্যোগ শিক্ষকদের জন্য একটি সময়োপযোগী উপহার হিসেবে বিবেচিত হচ্ছে।
১৯ মে সোমবার লামা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভায় এসব ল্যাপটপ বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে ল্যাপটপগুলো সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে তুলে দেন লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মইন উদ্দীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দেবাশষ বিশ্বাস এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. হাফিজুর রহমান।
প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকগণের উপস্থিতিতে আয়োজিত এ সভায় বক্তারা বলেন, Walton Digi-Tech Industries Ltd কর্তৃক সরবরাহকৃত এসব ল্যাপটপ শিক্ষকদের পাঠদানে প্রযুক্তিগত সহায়তা দেবে এবং শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার সঙ্গে পরিচিত করে তুলবে।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, “সরকারের এই উদ্যোগ ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষকরা যেন ল্যাপটপগুলো যথাযথভাবে ব্যবহার করে শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রাখেন, সেটিই আমাদের প্রত্যাশা।”
অনুষ্ঠানে লামা উপজেলার ৮৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকগণ অংশগ্রহণ করেন।
Leave a Reply